রাজ্যের খবর
Trending

থাইল্যান্ডের ফল চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন মালদার এক যুবক

A young man from Malda is showing a new direction by cultivating the fruits of Thailand

The Truth Of Bengal,অভিষেক দাস,মালদা: থাইল্যান্ডের ফল চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন মালদার যুবক। দেখতে অনেকটা লিচুর মত তবে আকারে একটু ছোট গোলাকার এই ফল। আবার দেখতে অনেকটা কাঠলিচু বা আঁশ ফলের মত। কিন্তু এই ফল কাঠলিচু নয়। থাইল্যান্ডের এই ফলের নাম লঙ্গন। মালদা তথা উত্তরবঙ্গে প্রথম এই ফল চাষ করছেন দীপক রাজবংশী।

পশ্চিমবঙ্গে কাঠলিচুর চাষ হলেও লঙ্গন তেমন ভাবে চাষ হয়না। পুরাতন মালদার কৃষক দীপক রাজবংশী পরীক্ষামূলক ভাবে তাঁর বাগানে দুইটি লঙ্গনের গাছ লাগিয়েছিলেন। আপাতত একটি গাছে গত বছর থেকে ফলন হচ্ছে। বাজারে বিক্রি পর্যন্ত হচ্ছে এই ফল। তবে মালদাবাসী এই ফল সম্পর্কে এখনও জানেন না। তাই দাম খুব একটা মিলছে না। গত বছর তিনি এই ফল পাইকারি মূল্যে ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছিলেন। তবে সাধারণত এই ফল বাজারে প্রায় ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে।থাইল্যান্ডের এই ফলের গাছ দীপক রাজবংশী রায়গঞ্জের একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলেন। ফলটি বেশ ভালো বাজারে চাহিদা রয়েছে।

এমনকি এই ফল লিচু ও কাঠ লিচুর পড়ে পাকতে শুরু করে। তাই বাজারে এই ফল ব্যাপক দামে বিক্রিও হচ্ছে। খেতেও লিচুর থেকে অনেক সুস্বাদু মিষ্টি। তাই আগামীতে এই থাইল্যান্ডের ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে দীপক রাজবংশীর। কারণ বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই ফল খেতেও ভাল। এমনকি মালদার মাটিতে এই গাছ সহজেই বাড়ছে। ফলে গাছের তেমন পরিচর্যারও প্রয়োজন হচ্ছে না। সহজেই গাছ হয়ে যাচ্ছে। তাই আগামীতে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দীপক বাবু।

Related Articles