রাজ্যের খবর

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল যাত্রী বোঝাই বেসরকারি বাস

A private bus loaded with passengers lost control and overturned on the road in front of gate number two of North Bengal University

The Truth Of Bengal,বিশ্বজিৎ সরকার,শিলিগুড়ি: রবিবার রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল যাত্রী বোঝাই বেসরকারি বাস‌। এই ঘটনায় আহত বেশ কয়েকজন। জানা গিয়েছে যাত্রী বোঝাই বেসরকারি বাসটি এদিন গোলগলিয়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।

এরপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে আসতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এবং বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উঠে যায় মাটিগাড়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। এরপর পুলিশ আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বেসরকারি বাস। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে তাদের চিকিৎসা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চলছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ।

Related Articles