দেশ

মহারাষ্ট্রে ভেঙে পড়ল বহুতল, কয়েক জনের চাপা পড়ে থাকার আশঙ্কা

A multi-storey building collapsed in Maharashtra, several people are feared to be trapped

The Truth of Bengal : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের শাহবাজ গ্রামে একটি বহুতল আচমকাই ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। তাদের উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে, শনিবার সকালে এই ভুতল্টি ভেঙে পড়ে নবি মুম্বইয়ের শাহবাজ গ্রামে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন এলাকার মানুষ। বড় বর চাঙড় সরিয়ে উদ্ধারে বেগ পেতে হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের এখনও কয়েকজন চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কী করে ভেঙে পড়ল বহুতলটি, তা জানতে তদন্ত শুরু হয়েছে। নিয়ম মেনে বুহুতলটি তৈরি হয়েছিল কিনা, তা জানাএ চেষ্টা চলছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।