প্যারিসে পদক জেতার সম্ভাবনার রয়েছে বেশ কয়েকজন প্রতিযোগির
A number of competitors are likely to win medals in Paris

The Truth Of Bengal : উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। এবারে এই অলিম্পিকে দেশের ১১৭ জন অ্যাথলিট অংশগ্রহণ করবেন। তার মধ্যে যাদের দিকে নজর থাকবে দেশবাসীর তাদের মধ্যে অন্যতম পিভি সিন্ধু । তিনি এবার পদক জয় করে হ্যাটট্রিক করার অনন্য নজিরের সামনে রয়েছেন। তার পাশাপাশি এবার নজর থাকবে নিখাত জারিনের দিকেও। তিনি মহিলাদের 50 কেজি বিভাগে 2022 এবং 2023 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যাক-টু-ব্যাক স্বর্ণপদক জিতেছেন। এবারও তার পদক সম্ভাবনা থাকছে।
নজরে থাকছেন সাত্ত্বিকসাইরাজ – চিরাগ শেঠির দিকেও । এই দুই ব্যাডমিন্টন তারকা এর আগে বিশ্বের দরবারে নিজেদের দেশকে উপস্থাপন করেছেন । জয় লাভ করেছেন করেছেন পদক। এবারও তাদের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে |নজর থাকে অন্তিম পাঙ্ঘালের দিকেও। কুস্তিতে মহিলাদের 53 কেজি বিভিগে নামতে চলেছেন তিনি । আমন সেহরাওয়াত ৫৭ কেজি কুস্তি বিভাগে।
শুটিং বিভাগে নামছেন কৌর সামরা। তিনি এশিয়ান গেমসে রৌপ পদক জয়লাভ করেছিলেন । ফলত এবার তার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। মনু ভাকের শুটিং বিভাগের অন্যতম তারকা । তরুণদীপ রাই, ধীরজ বোম্মাদেবরা, প্রবীন যাদব | তীরন্দাজিতে বাজিমাত করতে চলেছেন প্যারিসে।