খেলা

অলিম্পিক্সে শুরুতেই সরাসরি কোয়ার্টার ফাইনালে দীপিকারা

Deepika is directly in the quarter-finals at the beginning of the Olympics

The Truth of Bengal: অলিম্পিক্সে শুরুতেই নজর কাড়লেন ভারতের মহিলা তিরন্দাজেরা। প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্ব খেলে তিরন্দাজিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর সরাসরি শেষ আটে খেলতে নামবেন। ২৬ জুলাই অলিম্পিক্সের উদ্বোধন হলেও কিছু প্রতিযোগিতা আগে থেকে শুরু হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। দলগত বিভাগে দীপিকা, অঙ্কিতা ও ভজন চতুর্থ স্থানে শেষ করেন। মোট ১৯৮৩ পয়েন্ট স্কোর করেন তিন জন। অঙ্কিতা সবচেয়ে বেশি ৬৬৬ পয়েন্ট স্কোর করেন। ভজনের স্কোর ৬৫৯। দীপিকার স্কোর ৬৫৮। এদিকে, এই বিভাগে প্রথম স্থানে শেষ করেছে দক্ষিণ কোরিয়া। তাদের স্কোর ২০৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে চিন। স্কোর ১৯৯৬ পয়েন্ট। তিন নম্বরে শেষ করে মেক্সিকো। স্কোর ১৯৮৬। মাত্র ৩ পয়েন্টের জন্য চতুর্থ স্থানে থামতে হয় দীপিকাদের। র‌্যাঙ্কিং রাউন্ডে অলিম্পিক রেকর্ড করে এদিন দক্ষিণ কোরিয়া।

মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচ দীপিকা, অঙ্কিতারা জিতলে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। তিন নম্বরে শেষ করতে পারলে সেমিফাইনালে চিনের বিরুদ্ধে খেলতে হত ভারতকে। দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌছলেও ব্যক্তিগত বিভাগে খুব একটা ভাল ফল করতে পারেনি ভারতীয় মহিলা তিরন্দাজরা। অঙ্কিতা ভগত ৬৬৬, ভজন কৌর ৬৫৯ ও দীপিকা কুমারি ৬৫৮ পয়েন্ট স্কোর করে যথাক্রমে ১১, ২২ ও ২৩ তম স্থানে শেষ করেছে। দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স অথবা নেদারল্যান্ডস।

Related Articles