
The Truth Of Bengal : রানাঘাটে জোড়া খুন। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মৃত সুমন চক্রবর্তীর পরিবারের দাবি, কেউ বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে তাঁকে এবং তাঁর গাড়ির চালককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ চালককে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন গাড়ির মালিক সুমন চক্রবর্তী। এরপর ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। সন্ধ্যায় ওই ব্যক্তি এবং গাড়ির চালক রূপক দাসের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুজন দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় মোবাইলে যোগাযোগ করে দুজনের পরিবার। কিন্তু বার বার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি তাঁদের সঙ্গে। এর পরই উদ্ধার হল তাঁদের ক্ষতবিক্ষত দেহ। তাঁদের শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন পেয়েছে পুলিশ। পুলিশের অনুমান তাদের খুপিয়ে খুন করা হয়েছে।