দেশ

জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার ২

Arrested on charges of providing financial support to militants 2

The Truth of Bengal: জম্মু-কাশ্মীর উপত্যাকায় বাড়ছে ইডির অভিযান। হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনকে আর্থিক মদত ও মাদক পাচারে  জঙ্গিদের সাহায্য করার অভিযোগে জম্মু থেকে ইডির হাতে গ্রেফতার ২। ধৃতদের ৫দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় জম্মু আদালত।

বিগত বেশ কয়েকদিনে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেই চলেছে কাশ্মীর উপত্যকায়। সেই জঙ্গি দমনে সেখানে প্যারা স্পেশাল ফোর্স নামানো পর্যন্ত হয়েছে। এবার জম্মু-কাশ্মীর থেকে দুজনকে গ্রেফতার করল ইডি। তাদের বিরুদ্ধে জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে। ধৃতরা হলেন আরশাদ আহমেদ আলি ও ফৈয়জ আহমেদ দার। এই দুজনের বিরুদ্ধেই হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনকে টাকা দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি হিজবুলকে মাদক পাচারের কাজে সাহায্যের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। মঙ্গলবারই ইডি জম্মু থেকে তাদের গ্রেফতার করেছে। পিএমএলএ-র আওতায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে সেই মামলার তদন্ত চালানো হচ্ছে। মঙ্গলবারই ধৃতদের ইডি আদালতে পেশ করা হয়। বিচার অভিযুক্তদের পাঁচদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরই পাকিস্তানী মেডিক্যাল কলেজে ভর্তি করানো চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে কাশ্মীর উপত্যকা থেকে গ্রেফতার ইডি গ্রেফতার করেছিল। ওই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১০ থেকে শুরু করে ১৫ লক্ষ টাকা পর্যন্ত পড়ুয়াদের অভিভাবকের কাছ থেকে নেওয়া হত বলে অভিযোগ।

Related Articles