বিনোদন
Trending

 মাত্র ৩৫-এই অকালে চলে গেলেন ব্রাজিলিয়ান জনপ্রিয় গায়ক!

Only 35-this premature Brazilian popular singer!

The Truth Of Bengal: আবারো দুঃসংবাদের প্রবেশ বিনোদন জগতে। মারা গেলেন জনপ্রিয় ব্রাজিলিয়ান রক গায়ক আয়রেস সাসাকি৷ তাঁর মৃত্যুর খবরে সঙ্গীত জগতে নেমে এলো শোকের ছায়া৷ লাইভ কনসার্ট চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় গায়ক৷ ৩৫-এই চলে গেলেন ব্রাজিলিয়ান এই গায়ক৷ তাঁর অনুরাগীদের মাঝ থেকে চলে গেলেন তিনি।

সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে , ১৩ জুলাই শনিবার দিন তার লাইভ পারফরম্যান্স চলছিল ব্রাজিলের পারা প্রদেশের সালিনোপোলিসে, পারফরম্যান্সের মঞ্চেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন তিনি।

কনসার্ট চলার সময় জনপ্রিয় তাঁর এক ভক্ত ভিজে শরীরে এসে তাঁকে জড়িয়ে ধরেন আর তখনই একটি তার থেকে শক লাগে গায়কের। তার পরেই গান গাইতে গাইতে মাটিতে পড়ে যান তিনি। তিনি আর কনসার্ট শেষ করতে পারলেন না, মুহূর্তের মধ্যেই মারা যান তিনি ৷ বর্তমানে পুরো বিষয়টির তদন্ত করছে পুলিশ৷ ঠিক কী কারণে ভক্তটি ভিজে অবস্থায় ছিল? সে প্রশ্নের‌ও উওর খুঁজছেন পুলিশ৷

Related Articles