ভ্যাপসা গরম থেকে মিলবে কি সত্যি, বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস
Is it true that Vapsa will meet the heat, the weather office has given a big update about the rain

The Truth Of Bengal: সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। ভারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগণায়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
কলকাতায় সোমবার কাল বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে। মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কখনো আংশিক মেঘলা আকাশ তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে। সমুদ্র উত্তাল থাকবে।মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে মঙ্গলবার পর্যন্ত। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ৪৫ থেকে ৫৫ কখনো ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে।