৫ টাকায় মিলবে স্যানিটারি ন্যাপকিন, কন্যাশ্রীদের সুবিধার্থে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের
Innovative initiative of the state government for the convenience of Kanyashris

The Truth of Bengal: গ্রামীণ এলাকার দোকানে মেলে না স্যানিটারি ন্যাপকিন। আবার দোকানে সেই ন্যাপকিন থাকলেও লোকলজ্জায় অনেকেই কিনতে পারে না। তাই ছাত্রীদের সুবিধার জন্য হরিশচন্দ্রপুরের তুলসিহাটা হাইস্কুলে বসানো হল মেশিন। যেখানে ৫টাকার কয়েন ফেললেই মিলছে স্যানিটারি ন্যাপকিন। পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবক,সকলেই।
বয়ঃসন্ধিকালে পিরিয়ডস হলে অনেক কিশোরীই দোকানে গিয়ে স্যানিটারি ন্যাপকিনের কথা মুখ ফুটে বলতে পারে না। কারণ লোকলজ্জায় অনেকেই দোকান গিয়ে তা কিনতে পারে না। সেই সমস্যা মেটাতেই স্কুলে স্কুলে স্যানিটারি ন্যাপকিন বিলির যন্ত্র বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যাতে স্কুলে থাকাকালীন ছাত্রীদের কখনওই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে না হয়। পড়াশোনা যাতে ব্যাহত না হয়। এই অবস্থায় রাজ্যের অন্যান্য স্কুলের মতোই মালদার হরিশচন্দ্রপুরের তুলসিহাটা হাইস্কুলে বসানো হল স্যানিটারি ভেন্ডিং মেশিন।৫টাকার কয়েন দিলে মিলবে সেই স্যানিটারি ন্যাপকিন। কন্যাশ্রীদের সুবিধার জন্য তুলসীহাটা পঞ্চায়েতের এই উদ্যোগ বলে প্রধান তুলে ধরেন।
২০১৮ সালে অক্ষয় কুমার অভিনীত চলচ্চিত্র ‘প্যাডমানে, এই বিষয়ে বার্তা দেওয়া হয়।নারীসমাজের কাছে সেই সমাজশিক্ষামূলক চলচ্চিত্র ছাপ ফেলে।তারপর প্রশাসন পুরনো অভ্যাস বদলে এই আধুনিক ন্যাপকিন ব্যবহার করার জন্য বর্তমান প্রজন্মের কাছে আবেদন করে,তাতে অনেকটাই সুবিধা হয়েছে।এখন জেন-জেড ন্যাপকিন ব্যবহার করেই পড়াশোনা থেকে ব্যস্ত জীবনে তাদের জীবনধারা বজায় রাখতে পারছে। শিক্ষকরা এই প্রয়াসকে খোলামনে সাধুবাদ জানিয়েছে। এই ভেন্ডিং মেশিন উদ্বোধনের পর খুশি ছাত্রীরাও। তাদের মতো অনেকেই দূর-দূরান্ত থেকে স্কুলে আসে। তাঁদের এতে বড় সুবিধা হবে বলে অভিভাবকরাও মনে করেন। পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তীতে তারা এলাকার আরো অন্য স্কুলগুলিতে এই মেশিন দেবে।