রাজ্যের খবর

পড়ুয়াদের স্কুলছুট কমাতে উদ্যোগী রাজ্য সরকার, স্মার্ট ক্লাস রুম চালু স্কুল শিক্ষা দফতরের

Smart Class Room Launched by School Education Department

The Truth of Bengal: আরামবাগের রামনগর দক্ষিণ শিশু শিক্ষালয় প্রাথমিক বিদ্যালয়ে গড়ে উঠেছে স্মার্ট ক্লাস।অডিয়ো ভিস্যুয়াল পদ্ধতিতে এই স্মার্ট ক্লাসে পঠনপাঠন চালু করা হচ্ছে বলে শিক্ষকরা জানিয়েছেন। নতুন পদ্ধতিতে  শিক্ষাদানের ফলে পড়ুয়াদের আগ্রহ বাড়ছে। তাই আশা করা হচ্ছে এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা বাড়বে।

স্কুল মানেই ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, টেবিল-চেয়ার। সময়ের সঙ্গে বদলেছে স্কুলের চিরাচরিত ধারণাও। পরিবর্তে এসেছে কম্পিউটার, প্রজেক্টর, প্রিন্টার কিংবা অডিও  ভিস্যুয়াল প্রেজেন্টেশন। পড়ুয়াদের আগ্রহ বাড়াতে  স্মার্ট ক্লাস রুম চালুর বন্দোবস্ত করেছে স্কুল শিক্ষা দফতর।গতবছর হুগলির পান্ডুয়া সহ জেলার নানা অংশে এই স্মার্ট ক্লাস চালু হয়।এবার সেই তালিকায় সংযোজিত হল আরামবাগের রামনগর দক্ষিণ শিশু শিক্ষালয় প্রাথমিক বিদ্যালয়। ক্লাস রুমে ব্যবস্থা করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদানের এই ব্যবস্থা পড়ুয়াদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। কোভিডকালে অনলাইন ক্লাসের জন্য অনেকেই আধুনিক ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে।এখন ক্লাসে ক্লাসে স্মার্ট পাঠদান পড়াশোনার ভোল বদলে দিচ্ছে।

প্রাথমিক বিদ‍্যালয়ে শিক্ষক ও এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিদের উদ‍্যোগে তৈরি স্মার্ট ক্লাস- সবমহলের কাছে নতুন করে আকর্ষণ বয়ে আনছে।উন্নত পদ্ধতিতে পড়াশোনার সুযোগ তৈরি করতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে।বিদ্যালয়ের প্রাক্তন পড়ুায়ারা আধুনিক শৈলীতে শিক্ষার এই দেওয়া-নেওয়ার ব্যবস্থাপনাকে সাধুবাদ জানাচ্ছে।

বিদ‍্যালয়ের শিক্ষক  ও এলাকার প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষা অনুরাগী ব্যক্তিরা  নিজেদের উদ‍্যোগে বিদ‍্যালয়ে প্রজেক্টের নিয়ে আসেন। এরপর থেকে শুরু হয় অডিও-ভিসুয়‍্যাল মধ্যে দিয়ে শিক্ষা প্রদানের কাজ।আশা করা হচ্ছে এই ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান ড্রপ আউটের সংখ্যা কমাবে।বেসরকারি বিদ্যালয়গুলোর মতোই সরকারি বিদ্যালয়ের মুকুটে প্রশাসনও নিত্যনতুন পালক যুক্ত করায় শিক্ষার সহজপাঠ সার্থক হচ্ছে বলা যায়।

Related Articles