আজ ফের ভারত মুখোমুখি হবে পাকিস্তানের , কখন দেখবেন খেলা জানুন
India will face Pakistan again today, know when to watch the game

The Truth Of Bengal : ভারত এবং পাকিস্তান মুখোমুখি মানেই দেশবাসীর একটাই বক্তব্য দুর্মুশ করতেই হবে পাকিস্তানকে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবার মহিলা টিমের পালা। আজ থেকে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ।
আজ এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুই সময়ে দুদলের খেলা রয়েছে । সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। তার পর হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মহিলা এশিয়া কাপে খেলতে নামবে । মহিলা এশিয়া কাপ জিতেছে ভারত ৭ বার।
আজ ভারতের খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। তবে তার আগে খেলবে নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহি । এই ম্যাচ শুরু দুপুর ২টো থেকে।
ভারতীয় টিমের স্কোয়াডে রয়েছেন – হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), উমা ছেত্রী (উইকেটরক্ষক), স্মৃতি মান্ধানা (উইকেটরক্ষক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রাকার, অরুন্ধতী রেড্ডি, জেমিমা রড্রিগস, রেণুকা ঠাকুর, দয়ালন হেমন্ত, রমজান, রমজান, অরুন্ধতী রেড্ডি , শ্রেয়াঙ্কা পাতিল।