কলকাতাবিনোদন

মহানায়ক সম্মান ২৪ জুলাই, কে হচ্ছেন এবারের মহানায়ক?

Mahanayak Samman July 24, who is this year's Mahanayak

The Truth of Bengal: বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হয় মহানায়ক উত্তম কুমার সম্মান। একাধিক বিভাগে সম্মানিত করা হয় সেরা অভিনেতা অভিনেত্রীদের। আগামী ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিনে মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে।

গোটা অনুষ্ঠানে পৌরহিত করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে অভিনেতা অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হবে মহানায়ক সম্মান । গত বছর একই দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে মহানায়ক সম্মান পেয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

পাঁচ জনের হাতেই মহানায়ক সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর কারা পেতে চলেছেন বাংলা চলচ্চিত্রে রাজ্য সরকারের দেওয়া এই সর্বোচ্চ সম্মান? এই নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করেনি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। পুরস্কার প্রাপকের তালিকায় একাধিক নাম রয়েছে।

Related Articles