বিনোদন

চোখে-মুখে ভরা বিরক্তিতে আবারো ভাইরাল রাহা

Raha is once again viral with eyes full of annoyance

The truth of Bengal: রনবীরের কোলে চড়ে স্বভাবসিদ্ধ ভঙ্গীতে খুদে রাহা।সম্প্রতি বাবা মেয়ের যুগলবন্দী এক ফ্রেমে বহুবার ভাইরাল হয়েছে। এবারও তার অন্যথা হল না , আবারো রনবীরের কোলে চড়ে ভাইরাল রাহা। ছোট্ট রাহার চোখে-মুখে যেন ভরা বিরক্তি।নেটিজেনরা যেন তাকে এই অবতারে দেখতে বেশি পছন্দ করে।চোখে-মুখে যেন ভরা বিরক্তিতে রনবীর কন্যাকে আরও মিষ্টি লাগে।

রনবীর কাপুর এবং আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুর  সকলের মন যে ছুয়ে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, যেন বাবা-মেয়ের প্রতিদ্বন্দী। যে হয়ে উঠেছে তা বলাই যায়।যতবারই ছোট্ট রাহা ক্যামেরার সামনে এসেছে ততবারই তার নানা অদ্ভুত কান্ড , নানা মুখভঙ্গি আর হাসি দিয়ে সে সকলের মন ছুয়ে গেছে। তাই রাহার ভিডিও বা ছবি  প্রকাশ্যে এলেই তা মুহূর্তের মধ্যে  ভাইরাল হয়। আর রাহা সবচেয়ে প্রশংসা পায় যখন সে বাবার কোলে থাকে।এবারও যে তার ব্যতিক্রম হল না, মুহূর্তের মধ্যে আবারো বাবা-মেয়ের ছবি ভাইরাল।

ছবিতে রাহার পরনে ছিল একটি লাল পাণ্ডা টি-শার্ট,সঙ্গে একটি সুন্দর হাফ পনি করে মাথার চুল বাধা ছিল, অন্যদিকে, রনবীরের পরনে কালো টি-শার্ট সঙ্গে মাথায় ছিল ক্যাপ। একেবারে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছিলেন নায়ক।ছোট্ট মেয়েটির বিরক্তিকর ভাবে ছবি প্রকাশ্যে এলেই নেটিজেনরা যেন তাকে সেই ভাবেই দেখতে বেশি পছন্দ করে আর এবারো তার ব্যতিক্রম হল না।