রাজ্যের খবর

রেশন দোকানে হাতির হামলা

Elephant attack on ration shop

The Truth Of Bengal : জলপাইগুড়ি : খাদ্যের লোভে রেশন দোকানে হামলা চালাল হাতি। দোকানের দেওয়াল ভেঙ্গে সাবার করল মজুদ চাল ও আটা। স্বাভাবিকভাবেই হাতির হানায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ডুয়ার্সের মেটেলি ব্লকের মহাবাড়ি ফরেস্ট বস্তি এলাকার ঘটনা।

জানা যায়, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে ওই এলাকায়। হাতিটি এলাকায় থাকা সরকারি ন্যায্য মূল্যের রেশন দোকানে হামলা চালায়। দেওয়াল ভেঙ্গে মজুদ এক বস্তা চাল ও এক বস্তা আটা সাবার করে হাতিটি। বস্তা সহ কিছু চাল ও আটা অনেকটা দূরে বয়ে নিয়েও যায় হাতিটি।

প্রায় ঘন্টাখানেক পর হাতিটি ফের ওই এলাকা থেকে চলে যায়। হাতি এলাকায় ক্ষতি করে চলে যাওয়ার পরে এলাকায় বনকর্মীরা আসে বলে অভিযোগ বাসিন্দাদের। রেশন দোকানের মালিক দয়মন্তী শর্মা বলেন, হাতিটি ৫০ কেজি চাল ও ৪৫ কেজি আটা সাবার করেছে। বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হবে। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, লোকালয়ে হাতি ঢোকার খবর পেলেই সাধ্যমত ওই এলাকায় যাওয়ার চেষ্টা করা হয়।

Related Articles