দেশ

মাত্র ৬০০ শূন্যপদের জন্য চাকরিপ্রার্থী ২৫ হাজার! কাজের বাজারের ভয়াবহ চিত্র মহারাষ্ট্রে

25 thousand job seekers for only 600 vacancies

The Truth of Bengal: দেশের চাকরির বাজারের ভয়াবহ চিত্র উঠে এল মুম্বইয়ে। মাত্র ৬০০ শূন্যপদের জন্য চাকরিপ্রার্থী এলেন ২৫ হাজার। তাও আবার সরকারি চাকরি নয়। বিমানবন্দরে বিমানে মাল তোলা, নামানো ছাড়া আরও নানা কাজে ২০ থেকে ২৫ হাজার টাকা বেতনে লোক নেওয়া হচ্ছে। যা চুক্তিভিত্তিক। মুম্বইয়ের কালিনায় সেই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ ছিল। ৬০০ শূন্যপদের জন্য হাজির হন ২৫ হাজার কর্মপ্রার্থী। এই বিপুল ভিড় অবাক হয়ে যান এয়ার ইন্ডিয়ার কর্মীরা। এত কর্মপ্রার্থীর ভিড়ে যে কোনও সময় ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। পদপিষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটে যেতে পারতো।

এদিন যারা চাকরি পাওয়ার জন্য এসেছিলেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতার কোনও শর্ত ছিল  না। তবে শারীরিক ভাবে কর্মঠ হওয়ার শর্ত দেওয়া হয়েছিল। দেখা যায়, চাকরিপ্রার্থীদের অনেকেই এমএ বা পিএইচডি ডিগ্রিধারী। আরও অনেক উচ্চ ডিগ্রিধারীরাও ছিলেন। এদিন চাকরির জন্য আসা ২৫ হাজার প্রার্থীর জন্য সেখানে ছিল না পর্যাপ্ত পানীয় জল। ফলে জল ছাড়াই দীর্ঘক্ষণ থাকতে হয় প্রার্থীদের। ভিড়ের চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এই বিপুল চাপ সামলাতে চাকরিপ্রার্থীদের বায়োডাটা জমা নিয়ে চলে যেতে বলা হয়।

বারবার দেশের কাজের বাজারের ভাল ছবি তুলে ধরা হয় কেন্দ্র-সহ বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারের তরফে। এদিন মহারাষ্ট্রের বিজেপি জোট শাসিত রাজ্যের এই ঘটনা বলে দিল বর্তমান সময়ে কাজের বাজারের ছবি কেমন। যেখানে মাত্র ৬০০ শূন্যপদের জন্য হাজির হলেন ২৫ হাজার কর্মপ্রার্থী। তা আবার চুক্তিভিত্তিক কাজ।

Related Articles