আন্তর্জাতিক
Trending

ট্রাম্পের ‘ভাইস প্রেসিডেন্ট’ পদপ্রার্থী জেডি ভ্যান্সের স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত, জানেন কে তিনি?

Trump's 'Vice President' candidate JD Vance's wife is of Indian origin, do you know who she is?

The Truth Of Bengal: সোমবার মিলাউকিতে রিপাবলিকানদের সম্মেলনেই সরকারিভাবে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নামেই সমর্থন জানান।এরপরই নিজের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সকে বেছে নেন। এর আগেও বহুবার সংবাদের শিরোনাম উঠে এসেছেন ভ্যান্স। যদিও এক সময়ে ট্রাম্পের বড় সমালোচক মনে করা হতো ভ্যান্সকে তবে ধীরে ধীরে ট্রাম্পের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। ২০২১ সালে ট্রাম্পের সঙ্গে সব কিছু ঠিকঠাক হতে শুরু করে। ২০২৩ সালে ভ্যান্স ওহাইওর সিনেটর হিসেবে নির্বাচিত হন।

তবে ডোনাল্ড ট্রাম্পের এই রানিং মেটের জীবনের উন্নতির কারণ হিসেবে কিন্তু তাঁর স্ত্রীকেই কৃতিত্ব দিয়েছেন ভ্যান্স। তবে কে তাঁর স্ত্রী, কি তার পরিচয় সেসব জানেন কি! ভ্যান্সের স্ত্রী ঊষা চিলুকুরি একজন ভারতীয় বংশোদ্ভুত। ভ্যান্স জানিয়েছেন স্ত্রীর হিন্দু ধর্মের জোরেই তাঁর জীবনের যাবতীয় উন্নতি। ঊষা পেশায় একজন আইনজীবী। তাঁর পৈতৃক বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে হলেও তাঁর বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে। তাঁর বাবা ছিলেন পেশায় মেকানিকাল ইঞ্জিনিয়ার এবং তাঁর মা পেশায় ছিলেন একজন বায়োলজিস্ট।

ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন ঊষা। এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঊষা। পড়াশোনায় দারুন মেধাবী ছিলেন ঊষা। ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ইয়েল জার্নাল অফ ল অ্যান্ড টেকনোলজির সম্পাদক ছিলেন ঊষা। কাজ করেছেন ইয়েল ল জার্নালের ডেভেলপমেন্ট এডিটর হিসাবেও। এর পর কেমব্রিজে গেটস ফেলো হিসেবে উচ্চশিক্ষা চালিয়ে যান। কেমব্রিজে থাকার সময় বিভিন্ন বামপন্থী ও উদারপন্থী দলের সঙ্গে ঊষার যোগাযোগ ছিল। জানা যায়, সে সময় নাকি খাতায়কলমে ডেমোক্র্যাট হিসাবেও পরিচিত ছিলেম তিনি।

ইয়েল ল স্কুলে পড়াকালীনই ঊষার পরিচয় হয় ভ্যান্সের সঙ্গে।২০১৪ সালে ভারতীয় রীতি মেনেই তাঁরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুজনের ৩ সন্তানও রয়েছে।ভ্যান্সের জন্মগ্রহণ করেন এক খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট পরিবারে। তবে ২০১৬ সাল থেকে তিনি ধীরে ধীরে ক্যাথলিক মতাদর্শের প্রতি আকৃষ্ট হন। সেই সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী উষা। তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বী উষার অবদানেই নিজের ধর্মীয় বিশ্বাস বদল করেন ভ্যান্স।

Related Articles