কলকাতারাজ্যের খবর
Trending

টিকিট কাটার ঝামেলা থেকে মুক্তি, একটি কার্ডেই মেটানো যাবে ট্রাম-বাস-ফেরির ভাড়া

Wb government to introduce one state one card for public transport

The Truth Of Bengal: রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে এবার শুধুমাত্র একটি কার্ডেই যাত্রা করা যাবে বাস, ফেরি ও ট্রামে। এসি ও নন এসি এই দুই ধরণের ট্রামেই যাত্রা করা যাবে। নিত্যযাত্রীদের পাশাপাশি যাঁরা ট্রামে চড়ে বা বাসে অথবা ফেরিতে চড়ে শহর কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখতে চান তাঁদের ক্ষেত্রে এই ট্রাভেল পাসটি খুবই কাজে দেবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ডাব্লুবিটিসি-তে এই কার্ড আছে।

কিন্তু তা দিয়ে অন্যঁ নিগমের বাসে বা ফেরিতে চড়া যায় না। বহুদিন ধরেই পরিকল্পনা ছিল। এবার তা বাস্তবায়িত করতে চলেছে রাজ্য পরিবহণ দপ্তর। ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি, যা শীঘ্রই চালু হয়ে গেলে সরকারি বাস, ট্রাম থেকে ফেরি—একটি কার্ডেই মেটানো যাবে ভাড়া।সূত্রের খবর, মঙ্গলবার এই বিষয়টি নিয়ে অর্থ দপ্তরের সঙ্গে একটি বৈঠক রয়েছে পরিবহণ দপ্তরের। জানা গিয়েছে, ট্রেন বা মেট্রোর স্মার্ট কার্ডের মতোই একটি কার্ড দেওয়া হবে যাত্রীদের। সেই কার্ড নিয়ে বাস, ট্রাম এবং ফেরিতে উঠলে মেট্রোর মতোই কার্ডে থাকা ব্যালান্স থেকে নির্দিষ্ট ভাড়া কেটে নেওয়া হবে। ফলে যাত্রীরা লাইন দিয়ে টিকিট কাটার সমস্যা থেকে রেহাই পাবেন ।

পাশাপাশি খুচরোর সমস্যাও মিটবে।উল্লেখ্য, ইউরোপের বহু শহরে এক কার্ডেই সব গণ পরিবহণে চড়া যায়। যার সুবিধা হল, ট্রেন, ট্রাম, বাস সবকিছুতেই সারাদিন যতবার খুশি ব্যবহার করতে পারেন যাত্রীরা। কলকাতাতেও ওই ব্যবস্থা চালু হলে নিত্যযাত্রীরা সবকিছুর জন্য বার বার টিকিট কাটার সমস্যা থেকে রেহাই পাবেন।মাত্র ১০০ টাকার ওই কার্ড কিনলে এক দিনের জন্য নিগমের অধীনে থাকা এসি, নন-এসি, ভলভো বাসের পাশাপাশি ট্রাম এবং লঞ্চে সফর করা যাবে। পরিবহণ নিগমের কর্তাদের দাবি, যাঁরা সারা দিনে অনেকটা পথ কলকাতার মধ্যে যাতায়াত করেন, এই বিশেষ কার্ড কিনলে তাঁদের আর্থিক সাশ্রয় হবে। এ ছাড়া, ছোট দলে থাকা যাত্রীদেরও যাতায়াতে সুবিধা হতে পারে। তবে ট্রাম পাসের পরিকল্পনা করা হয়েছে মূলত পর্যটকদের কথা ভেবেই।

Related Articles