জন্ম থেকেই অন্ধ, বিকল হয়েছে লিভার! মাস্টারমশাইয়ের দুঃসময়ে পাশে দাঁড়াল পড়ুয়া থেকে সহকর্মীরা
Colleagues from students stood by the master during his difficult times

The Truth of Bengal: দুচোখে দেখতে পান না,তার মাঝে বিকল হয়ে পড়েছে লিভার। তাতে দুর্বল হয়ে পড়েছে শরীর। শারীরিক দুর্বলতা নিয়েই জীবনযুদ্ধের লড়াইতে কাঁকসার সঞ্জয় কুমার গোস্বামী। মাস্টারমশাইয়ের দুর্দিনে পাশে দাঁড়িয়েছে পড়ুয়া থেকে সহকর্মী সকলেই। দুঃসময়ে সবাই সঙ্গে থাকায় মনের জোর পাচ্ছেন ইংরেজির শিক্ষক সঞ্জয় গোস্বামী।
পড়ুয়া অন্ত প্রাণ মাস্টারমশাই সঞ্জয় কুমার গোস্বামী। এখন সেই শিক্ষকের শারীরিক সমস্যায় পড়ুয়ারা তাঁর পাশে দাঁড়িয়েছেন। মাস্টারমশাইয়ের জন্য ছাত্র-ছাত্রীদের দরদ দেখে অভিভূত শিক্ষকসমাজ। কুর্নিশ করছে অভিভাবকরাও।কিভাবে জীবনযুদ্ধের লড়াই লড়তে হচ্ছে জানেন কাঁকসার ইংরেজির শিক্ষক সঞ্জয় গোস্বামীকে? জানা গেছে,শিক্ষকতার পাশাপাশি শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর। একদিকে তিনি দুচোখ দিয়ে দেখতে পান না,তারমাঝে লিভার বিকল হয়ে পড়ায় সমস্যা বাড়ে। হজমশক্তি কাজ না করায় শরীরের বিড়ম্বনা বাড়ে। তবু তিনি মন শক্ত করে লড়ছেন,লড়ছেন মাটি কামড়ে।হার না মানা মানসিকতা নিয়ে জীবনে জয়ী হওয়ার চেষ্টায় রয়েছেন কাঁকসার এই শিক্ষক।আর সেই শিক্ষকের দুঃসময়ে পড়ুয়ারা ঝাঁপিয়ে পড়েছে ছাত্র-ছাত্রীরা।
প্রায় ১৯বছর আগে কাঁকসার পানাগড় রেলওয়ে কলোনি হাই স্কুলে ইংরাজি ভাষায় শিক্ষকতা করতে যোগ দেন তিনি। জন্ম থেকে তিনি তার দু চোখে দেখতে পেতেন না তিনি। বি এড করে শিক্ষকতা করার লক্ষ্য নিয়ে ২০০৫ সালে এস এস সি পাশ করেন তিনি। এর পরেই ইংরেজি শিক্ষক হিসেবে পানাগড় রেলওয়ে কলোনি হাই স্কুলে তার যোগদান। ইতিমধ্যে চিকিৎসা করতে গিয়ে তাঁর জমানো ১৪লক্ষ টাকা ব্যয় হয়ে গিয়েছে। বাবা নেই, ঘরে মা ও এক দিদি। বাড়িতে রোজগার করার মত একমাত্র ছেলে সঞ্জয়বাবু। চিকিৎসকদের পরামর্শে লিভার প্রতিস্থাপন করতে আনুমানিক ৪০ লক্ষ টাকা খরচ হবে আগামীদিনে তিনি সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে বদ্ধপরিকর। প্রশাসনের কর্তাদের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। লেখাপড়া শেখানোর পাশাপাশি প্রতিবন্ধী শিল্পী হিসেবে দুরদর্শনেও নানান সময় গানের অনুষ্ঠান করেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিক্ষকের জীবন সুস্থ করতে সবমহলই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।