রাজ্যের খবর

স্ত্রীকে শ্বাস রোধ করে খুন, নাবালক ছেলের সাক্ষীতে দোষী সাব্যস্ত বাবা!

Suffocation of his wife, father found guilty on the witness of a minor son!

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : দুই সন্তানের সামনে খুন মাকে খুন করেছিল বাবা। ঘটনায় সন্তানের সাক্ষীর ভিত্তিতে বাবাকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে বাবার।

জানা গেছে, ধনিয়াখালি থানার অন্তর্গত জামাইবাটি কাপগাছি গ্রামের বাসিন্দা সেখ নজিবুল। ২০০৬ সালে তার সঙ্গে বিয়ে হয় ধনিয়াখালিরই চক-সুলতান গ্রামের সাবিনা বেগমের। তাদের দুটি সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে। বিয়ের কয়েক বছর পরে স্থানীয় এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরেন নজিবুল। এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল। ২০১৫ সালের ২৫ আগস্ট অশান্তি চরমে ওঠে। ওই রাতে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে শ্বাস রোধ করে খুন করে নজিবুল।সন্তানদের সামনে এই ঘটনা ঘটে। তখন ছয় বছরের ছেলে সাহিল বাবাকে বাধা দিতে যায়। সাবিনার বাবা মতিয়ার রহমানের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নজিবুলকে গ্রেপ্তার করে ধনিয়াখালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শেষে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর চার্জশিট পেশ করে তদন্তকারী আধিাকরীক।অভিযুক্তের বিরুদ্ধে ৪৯৮/এ, ৩০২, ২০১ ধারায় মামলা হয়। ১২ এপ্রিল ২০২২ সালে বিচারকের কাছে বাবার বিরুদ্ধে গোপন জবানবন্দি দেয় ছেলে। মোট ১২ জনের সাক্ষ গ্রহণ করা হয়।

চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী জানিয়েছেন, এই মামলায় উল্লেখ্য বিষয় হয় আদালতে এসে সাবিনা বেগমের ১৩ বছরের ছেলে সাহিলের সাক্ষী দেওয়া।তার যখন ছয় বছর বয়স সে গোপন জবানবন্দি দিয়েছিল বিচারকের সামনে।আর তেরো বছর বয়সে স্বাক্ষ দেয়।বুধবার হুগলি জেলা আদালতের তৃতীয় অ্যাডিশনাল সেশন জাজ কৌস্তব মুখোপাধ্যায় সেখ নজিবুলকে দোষী সাব্যস্ত করেন।সরকারি আইনজীবী বলেন, খুনের মামলায় দোষী ব্যক্তির যাবজ্জীবন অথবা ফাঁসির সাজা হতে পারে।আগামীকাল বিচারক সাজা ঘোষণা করবেন। আদালতে যাওয়ার পথে দোষী নজিবুল অবশ্য তার দোষ স্বীকার করতে চায়নি।

Related Articles