ক্লাস চলাকালীন হঠাৎই দেওয়াল ভেঙে পড়ল শিক্ষিকার মাথায়! আতঙ্কে পড়ুয়ারা
During the class, the wall suddenly fell on the teacher's head! Students in fear

The Truth Of Bengal,শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: স্কুল চলাকালীন হঠাৎই আইসিডিএস-এর ছাদের চাঙড় ভেঙে পড়ল শিক্ষিকার মাথায়। মাথায় গুরুতর চোট লেগেছে তাঁর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর -২ ব্লকের খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর বাড় গ্রামে একটি আইসি ডি এস সেন্টারের।
আহত শিক্ষিকার নাম মল্লিকা চক্রবর্তী। জানা গিয়েছে, উত্তরবাড় ২ সংসদে অবস্থিত ৭১ নম্বর আইসিডিএস সেন্টারের ভবন একেবারেই ভগ্নপ্রায়। দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। হঠাৎ করেই শিক্ষিকার মাথায় সিলিং থেকে চাঙর খসে পড়ে। যথেষ্ট চোট পান শিক্ষিকা। ঘটনার খবর পেয়ে শিশুদের অভিভাবকেরাও ছুটে যান। ওই এলাকার গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে।
কেন্দ্রের দেওয়াল, সিলিং সর্বত্রই বড় বড় ফাটল, পলেস্তরা খসে খসে পড়েছে। তারমধ্যেই কোনও রকমে স্কুল চলে। বারবার আবেদন জানিয়েও সুরাহা মেলেনি। তবে এই দিনের ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি আশ্বাস দিয়েছেন বিল্ডিংটি সারিয়ে দেওয়ার। তুমি যথেষ্টই উদ্বেগে রয়েছে অভিভাবকরা। ছোট বাচ্চাদের মাথায় যদি এই ধরনের পলেস্তরা ভেঙ্গে পড়ে, তাহলে ভয়ঙ্কর বিপদ হবে বলে জানান তাঁরা