আন্তর্জাতিক
Trending

যুক্তরাজ্যে নতুন সরকারের দায়িত্বে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলি

Rushnara Ali of Bangladeshi origin is in charge of the new government in the UK

The Truth Of Bengal: যুক্তরাজ্যে সদ্য সমাপ্তি ঘটেছে নির্বাচনের। আর সেখানে ঋষি সুনককে হারিয়ে জয় পেয়েছেন লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মার। আর নতুন সরকার তৈরি হতে এবার সেই সরকারেই দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ রুশনারা আলী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তিনি গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হয়েছেন। এই সরকারে দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে রুশনারার নাম যুক্ত হল।

অপরদিকে, মঙ্গলবার এই সরকারের ‘সিটি মিনিস্টার’ হন টিউলিপ সিদ্দিক। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় মঙ্গলবার টিউলিপ ও রুশনারার নাম দেখা যায়। গত ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। লেবার পার্টির প্রার্থী হিসেবে রুশনারা আলী বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালগ্রিন ও স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ওই আসনে ২০১০ সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। রুশনারার জন্ম সিলেটে। রুশনারা বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তাঁর পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

Related Articles