প্রকাশ্যে ‘মিল্কশেক মার্ডারস’ ছবির ট্রেলার, প্রথমবার ওটিটিতে নীল-তৃণা জুটি
'Milkshake Murders' trailer out, Neel-Trina pair in OTT for the first time

The Truth Of Bengal : এবার প্রথমবার ওটিটিতে দেখা যাবে নীল-তৃণা জুটিকে। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে মিল্কশেক মার্ডারস। প্রকাশ্যে এসেছে রিঙ আ বেল প্রযোজিত এই সাসপেন্স থিলার সিরিজটির। সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে নীল ভট্টাচার্য, ত্রিনা সাহা, সৌরভ দাস এবং জয় দেবরয়কে।
প্রথমাবার ওটিটি প্ল্যাটফর্মে জুটি বাঁধছেন হিট দম্পতি নীল-তৃণা। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে শীঘ্রই মুক্তি পেতে ছলেছে অর্ণব বন্দ্যোপাধ্যায় ওরফে রিঙ্গো পরিচালিত মিল্কশেক মার্ডারস ওয়েব সিরিজটি। সিরিজে মুখ্যে চরিত্রে অভিনয় করেছেন নীল ভট্টাচার্য, তৃনা সাহা, সৌরভ দাস। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার।
সিরিজটি বেশির ভাগই থাইল্যান্ডে শুট করা হয়েছে। সিরিজের গল্প এগিয়েছে থাইল্যান্ডের দুই লেখককে নিয়ে। দুই লেখকের ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ ও নীল। লেখার সূত্রেই ব্যর্থ লেখক নীলের সঙ্গে আলাপ হয় সৌরভের সঙ্গে যা ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হয়। এরপরই থাইল্যান্ডের একটি দ্বীপে হারিয়ে যায় দুই লেখকের মধ্যে একজন।