ইজরায়েলের বোমাবর্ষণে মৃত অন্তত ১৬, আহত অন্তপক্ষে ৫০
At least 16 dead, at least 50 injured in Israel's bombardment

The Truth of Bengal : বিগত প্রায় ১০ মাসেরও বেশি সময় ধরে গাজা ভূখণ্ডে লাগাতার আঘাত হেনে চলেছে ইজরায়েল। হামাস নিধনই তাদের মূল উদ্দেশ্য। এই অভিযান শুরুর পর থেকেই গাজার বিভিন্ন, হাসপাতাল থেকে শুরু করে স্কুল ও ধর্মীয়স্থানকে লুকিয়ে থাকার জায়গা হিসেবে বেঁছে নিয়েছে হামাস জঙ্গিরা। এমনই অভিযোগ করছে ইহুদি দেশটির সেনারা। এই সংক্রান্ত নানা ছবি এবং ভিডিও বিভিন্ন সময়ে সামনে আনা হয়েছে, এই যুক্তির সাপেক্ষে সাক্ষী স্বরূপ। এবার গাজার একটি স্কুলে ভয়াবহ আঘাত হেনেছে ইজরায়েল।
সূত্রের খবর, গাজার আল নুয়াইরাত স্কুলের উপর ইজরায়েল বোমা বর্যণ করে। গাজার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই আঘাতের জেরে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ৫০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশা প্রশাসনের। তবে ইতিমধ্যেই এর স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তেল আভিভ জানিয়েছে, হামাসের বন্দুকবাজদের নিকেশ করতে ও সন্ত্রাসী কার্যকলাপ রুখতেই তাদের এই হামলা। তাদের তকরফ থেকে জানানো হয়, আল নুসাইরাত স্কুলেই লুকিয়ে ছিল জেহাদিরা। তবে এই আঘাত হানার আগে যথেষ্ট পরিমানে সাধারণ মানুষের জীবনের ঝুঁকির উপরও সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠনের তরফ থেকে ওই স্কুলে তাদের ঘাঁটি গাড়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।