খেলা

মাহি পার্বণ দেশ জুড়ে,উচ্ছ্বাসে ধোনি, ২৫ এর আইপিএলেও মাহি ম্যাজিক !

Mahi festival across the country, birthday cheer Mahi magic in IPL 25 too!

The Truth Of Bengal: জীবনের খাতায় বয়স বেড়ে চলেছে। পা দিলেন ৪৩ শে । যদিও তা কোনরকম প্রভাব ফেলেনি তার ক্রিকেটীয় জীবনে। এখনও শিকারি বাঘের মত দক্ষতার সঙ্গে ক্রিকেট খেলেন মহেন্দ্র সিং ধোনি। ৭ জুলাই তার জন্মদিন। দেশের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে ধোনি সমর্থকেরা । তারা ধোনির এই জন্মদিনে সেলিব্রেশন করছেন। বিসিসিআইয়ের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ।

ধোনির স্ত্রী ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে মাহিকে । ধোনির স্ত্রী তাকে জন্মদিনে কেক খাওয়াচ্ছেন। আসলে ভক্তদের কাছে দিনটা মাহি পার্বণ। ধোনির বয়স বাড়ে, চুলে পাকে কিন্তু ধোনি নতুন থাকেন । এটাই ম্যাজিক।ধোনির এই বর্ণময় ক্যারিয়ারে দুটি বিশ্বকাপ একটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, আইসিসি টেস্ট দলের খেতাব রয়েছে। তিনি এখনো খেলে চলেছেন। এখনো আইপিএলে সমান দাপট রয়েছে তার। আইপিএলে পাঁচটি ট্রফি জিতিয়েছেন তার দল সিএসকে টিমকে।তবে এই মুহূর্তে সবার একটাই প্রশ্ন ধোনি কি সামনের মরসুমে আইপিএল খেলবেন ? উত্তর জানা যায়নি ।

তবে হঠাৎ অবসর নিয়ে দেশবাসীকে দুঃখের নিমজ্জিত করবেন না বলে জানিয়েছিল সিএসকে কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে সামনের মরসুমের নিলাম পর্বের আগেই বিষয়টি চূড়ান্ত হবে। ৪৩ বছরেও মাহিকে মাঠে দেখতে চান ভক্তরা। ৪৩ এও ২৩ এর মতো দাপট ধোনির । আইপিএলের ট্রফি জয় করলেও তার মধ্যে উচ্ছ্বাস থাকে কম। আবার ট্রফি না পেলেও শোঁকে ভেঙে পড়েন না ধোনি । তবে অবাক তিনি করবেন সবাইকে। এটাই তো ধোনির ম্যাজিক। ২৫ এর আইপিএলেও কি মাহি ম্যাজিক !

Related Articles