দেশ
Trending

ডেপুটি স্পিকার পদের নির্বাচন চেয়ে বিজেপিকে চাপ বিরোধী ইন্ডিয়া জোটের

Anti-India alliance pressures BJP to seek election for Deputy Speaker post

The Truth Of Bengal: ২২জুলাই বসছে সংসদের বাজেট অধিবেশন, চলবে ১২অগাস্ট পর্যন্ত। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন,২৩জুলাই সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেইমতো প্রস্তুতি চলছে।কিন্তু বাজেট অধিবেশনের মাঝেই বিরোধীরা নতুন কৌশল নিচ্ছে ডেপুটি স্পিকার পদ নিয়ে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস,ডিএমকে,সমাজবাদী পার্টি বাজেট অধিবেশনে ফ্লোর কো-অর্ডিনেশনে জোর দিচ্ছে। বেকারত্ব,শিক্ষা দুর্নীতি,মূল্যবৃদ্ধির মতো জ্বলন্ত ইস্যুতে বিরোধীরা সরকারকে আরও সাঁড়াশি আক্রমণ শানাতে পারে বলে মনে করা হচ্ছে।এর মধ্যে ডেপুটি স্পিকার নিয়ে কৌশলী অবস্থান নিচ্ছে বিরোধীদের সম্মিলিত জোট।

কারণ ইন্ডিয়া জোট বলছে, ডেপুটি স্পিকার পদটি বিরোধীদের ছেড়ে দেওয়ার জন্য সরকার পক্ষকে বলা হয়।কিন্তু বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সেই প্রস্তাব মানেনি। তাই বিরোধীরা চাইছে অবিলম্বে ডেপুটি স্পিকার পদে নির্বাচন হোক। সেক্ষেত্রে ডেপুটি স্পিকার পদের নির্বাচন চেয়ে এই চাপ সৃষ্টির পিছনে আলাদা কৌশল কাজ করছে বলে জাতীয় রাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন।এক্ষেত্রে   শরিকদের সঙ্গে আলোচনা করে ডেপুটি স্পিকার পদে    অযোধ্যা থেকে জয়ী দলীয় সাংসদ অবধেশ প্রসাদকে প্রার্থী করাতে পারে। ইন্ডিয়া জোটের শরিকরা রাজি থাকলে অবধেশ প্রসাদকেই বেছে নিতে পারে বিরোধী শিবির।এক্ষেত্রে বিরোধীদের কৌশল হল রাম রাজনীতির নাম করে বিজেপি যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে তার বিরুদ্ধে বার্তা দিতে চায় তাঁরা।

ওই পদে নির্বাচন হোক বা না হোক, বিজেপি যে রামমন্দির আন্দোলনের কেন্দ্র ফৈজ়াবাদেই পরাজিত হয়েছে সে কথা অন্ততঃ দেশবাসীর সামনে তুলে ধরে গেরুয়া শিবিরকে স্নায়ুর চাপে রাখা যাবে বলে ইন্ডিয়া জোটের নেতাদের বিশ্বাস।ইতিমধ্যে কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ কটাক্ষ করেছেন, গত ২জুলাই নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কথা বলেছেন তা সবার চোখে পড়েছে।রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান  হামিদ আনসারির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। যিনি বিদেশী হাইকমিশনে কাজ করে  সুনাম অর্জন করেছেন।তাঁকে নিয়ে এই ধরণের মন্তব্য কোনও প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত নয় বলেও বার্তা দিয়েছেন জয়রাম রমেশ।এই অবস্থায় আগামীদিনে ডেপুটি স্পিকার পদে লড়াইয়ের জমি তৈরি করা ও সংসদে ঝড় তোলার জন্য বিরোধীরা সংঘবদ্ধ হওয়ায় তাতে বিজেপির চাপ যে বাড়ছে তা একপ্রকার বলাই যায়।

 

Related Articles