নেত্রকোনায় স্ত্রীয়ের উপর ছোড়া হল দাহ্য পদার্থ ! পাত্তা নেই স্বামীর
Inflammable substance was thrown on the woman in Netrakona! The husband does not care

The Truth Of Bengal : নেত্রাকোনায় এবার মর্মান্তিক ঘটনা! গৃহবধূর শরীরে ছুড়ে দেওয়া হল দাহ্য পদার্থ আর সেই অভিযোগই উঠল এবার স্বামীর বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামে এ ঘটনা ঘটে। সূত্রের খবর অনুযায়ী, ওই গৃহবধূর নাম হাফসা আক্তার। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্বামীর নাম হুমায়ুন কবির।
অপরধিকে, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৭ বছর আগে একই উপজেলার ব্রাহ্মণজাত গ্রামের হাফসার সঙ্গে মাসকা গ্রামের হুমায়ুনের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সন্তান না হওয়াকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। বিভিন্ন সময় হুমায়ুন স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ আছে। আর এই নিয়ে বেশ কয়েকবার সালিসও হয়। এসব কারণে গত কোরবানি ঈদের পরদিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান হাফসা। পরে গত বৃহস্পতিবার হুমায়ুনকে তালাক দেন হাফসা। এতে ক্ষুব্ধ হয়ে মুঠোফোনে তাঁকে অ্যাসিড নিক্ষেপসহ মেরে ফেলার হুমকি দেন হুমায়ুন। পাশাপাশি, প্রশাসনের তরফেও তল্লাশি অভিযান জারি রয়েছে।