আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে রিতেশ-সোনাক্ষী জুটির হরর কমেডি ছবি ‘কাকুডা’
Riteish-Sonakshi duo's horror comedy 'Kakuda' is going to release next week

The Truth of Bengal: আদিত্য সরপোতদারের দ্বিতীয় হরর কমেডি মুভি কাকুডা মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয় করতে দেখা যাবে সোনাক্ষী সিনহা, রিতেশ দেশমুখ, এবং সাকিব সেলিমকেও। বিয়ের পর প্রথম ছবি মুক্তি পাচ্ছে সোনাক্ষী সিনহার। ‘মুঞ্জ্যা’ পরিচালক আদিত্য সরপোতদারের আরেকটি হরর ছবি কাকুডা আসতে চলেছে দর্শকদের সামনে। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে রিতেশ দেশমুখ, সোনাক্ষি সিনহা, এবং সাকিব সেলিমকেও।
বিয়ের পর মুক্তি পাওয়া সোনাক্ষীর এটা প্রথম ছবি। কাকুডার ট্রেলার টি অসাধারণ এবং রোমাঞ্চকর ট্রেলার। এই সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। আদিত্যের ‘মুঞ্জ্যা’ ছবিটি সম্প্রতি ১০০ কোটি টাকা লাভ করেছে বক্স অফিসে। তারপরই আদিত্যের দ্বিতীয় হিন্দি হরর ছবি কাকুডা। ছবি ট্রেলাটিতে দেখা যাচ্ছে গ্রামে অভিশাপ নেমেছে। এই গ্রামের প্রতিটি বাড়িতে প্রতি মঙ্গলবার সন্ধ্যে ৭:১৫ নাগাদ একটি ছোট্ট দরজা খোলা রাখতে হয়। তা না হলে সেই বাড়িতে অশুভ মৃত্যু হয়। এই ছবিতে ভূত শিকারির ভূমিকায় অভিনয় করেছে রিতেশ।
এখন এটাই দেখার গ্রামে কি অভিশাপ পড়েছে, গ্রামের সংকট কিভাবে দূর হবে? কাকুডাকে এবং কেন এই আচার পালন না করার শাস্তি এই গ্রাম কি অভিশাপ থেকে মুক্ত হবে? এমনটাই দেখা যাবে এই হরর কমেডি ছবিতে। কাকুডা ছবিটি পেক্ষাগৃহে মুক্তি পাবে না, ছবিটি ওটিটিতে মুক্তি পাবে। ১২ ই জুলাই ছবিটির প্রিমিয়ার এবং দর্শকরা ছবিটি দেখতে পাবেন। প্রসঙ্গত আদিত্য ও রিতেশের জুটি আবারও একসঙ্গে ফিরতে চলেছে। এর আগে দুজনে একসঙ্গে কাজ করেছেন মাউলি ছবিতে।