রাজ্যের খবর

দুবাই থেকে ট্রফি নিয়ে বাড়ি ফিরল বাংলার সোনাজয়ী মেয়ে নেহা

Bengal's gold-winning girl Neha returned home with a trophy from Dubai

The Truth Of Bengal : হুগলি : দুবাই থেকে চ‍্যাম্পিয়ন অফ চ‍্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরল সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের মেয়ে নেহা বাগ। ট্রফির পাশাপাশি ৪ টি বিভাগে সোনা অর্জন করেছে। আজ সকালে দুবাই থেকে ফিরতেই গ্রামবাসীরা মালা পড়িয়ে সংবর্ধনা দেয়। বাদ যায়নি খুদেরা। এরপর সিঙ্গুরের কামারকুন্ডু রেল স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামের বাড়িতে আসে। গ্রামের মেয়ের এই সাফল্যে খুশি আট থেকে আশি।

ইরাক, ইরান, ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া সহ ১০ টি দেশ 3rd এশিয়ান যোগাসোনা স্পোর্টস কাপ-২০২৪ তে অংশগ্রহণ করেছিল। ভারতের বিভিন্ন রাজ্য থেকে ২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। এর আগে ২০২২ সালে নেহা থাইল্যান্ড এর রাজধানী ব্যাংকক কে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে দুটি বিভাগে সোনা ও দুটি বিভাগে রুপা পেয়েছিল।

২০২৩ সালে ভারতের হরিয়ানা তে 3rd ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ৪ টে সোনা ও 1st রানার আপ হয়েছিল। সেই বছরই ব্যাংককে অনুষ্ঠিত চ্যাম্পিয়নন্স টুর্নামেন্টে ৩ তে সোনা ও ২ তে রুপা পেয়েছিল। এরপর ২০২৪ সালে দুবাইয়ে এই সাফল্য নেহার আগামীদিনে লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশীপে ঝুলিতে সোনার পদক। মেয়ের সাফল্যের পিছনে নেহার মায়ের অবদান অতুলনীয়।

Related Articles