রাজ্যের খবর

খেলতে গিয়ে নদিতে ডুবে মৃত্যু শিশুর, শোকের ছায়া এলাকায়

A child drowned in the river while playing, the shadow of grief in the area

The Truth Of Bengal : মালদা : বাড়ির পাশে খেলতে গিয়ে মহানন্দা নদির জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুখুরিয়া থানার এলাহাবাদ এলাকায়। মৃত শিশুর নাম নূর সালাম বয়স এক বছর। পরিবারের রয়েছে বাবা মোঃ আকাশ আলী, মা রাখি বিবি। নূর সালামরা দুই বোন এক ভাই। নুর পরিবারের সব থেকে ছোট।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল নূর সালাম নামে ওই শিশু। তাদের বাড়ির সাথে লাগোয়া রয়েছে মহানন্দা নদি। ওই শিশুটি খেলতে খেলতে হঠাৎ মহানন্দা নদীর জলে পড়ে যায়। এরপর ডুবে যায় ওই শিশু বলে জানা যায়। এরপর বাড়ির পাশে শিশুকে খেলতে না দেখতে পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। তবে গতকাল দীর্ঘ খোঁজাখুঁজির পরও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

অবশেষে আজ সকালে বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে হাটখোলা স্কুল ঘাট এলাকায় ওই শিশুর মৃতদেহ নদীর জলে ভাসছে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুর পরিবার সহ গোটা এলাকায়।

Related Articles