রাজ্যের খবর

বাঁশ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ দুই পরিবারের, আহত দুই পক্ষের ৪ জন

Clash between two families over possession of bamboo, 4 people injured on both sides

The Truth Of Bengal : মালদা : অভিষেক দাস : একটি বাঁশ দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত হল দুই পক্ষের মোট চারজন। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদা জেলার বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর এলাকায়। আক্রান্তরা হল নিরঞ্জন মন্ডল বয়স ৫৫ বছর, শ্যামচরণ মন্ডল বয়স(৫০)বছর, শান্তনা মন্ডল বয়স(৪০)বছর, ও জয় মন্ডল বয়স(২০) বছর।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে পড়ে থাকা একটি বাঁশ নেওয়াকে কেন্দ্র করে নিরঞ্জন মন্ডল এর সাথে গন্ডগোল বাঁধে শ্যামচরণ মন্ডলের। আর এই গন্ডগোলকে কেন্দ্র করেই দুই পরিবারের মধ্যে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। এরপর এক  সময় বচসা এতটা চরমে পৌঁছায় যে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এই ঘটনায় দুই পক্ষের মোট চারজন আহত হয়। আহতদেরকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে চারজনকেই নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে চারজন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই বিষয়ে দুই পক্ষই বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ করে। শুধু বাঁশ নিয়ে গন্ডগোল নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তাও তদন্ত করতে শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

Related Articles