রায়দিঘীর ২ নম্বর স্টেডিয়াম মাঠে আয়োজিত হল ১১ তম আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা
The 11th Inter-District Kabaddi Competition was organized at Stadium No. 2, Raidighi

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘীতে চালু হল জাতীয় খেলা কাবাডি। মূলত আজ থেকে কয়েক দশক আগে গ্রামের মাঠে বিভিন্ন খেলাধুলার আসর জমত। যে খেলাগুলির মধ্য অন্যতম ছিল কাবাডি খেলা। কিন্তু কাবাডি খেলা কি ভুলতে বসেছে বাঙালি? মাঝে মাঝেই শোনা যায় এই প্রশ্ন। কারণ কবাডি খেলা ঘিরে গ্রাম বাংলায় আগের সেই উন্মাদনা আর নেই। অথচ খাতায় কলমে আমাদের জাতীয় খেলা কবাডি।
গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা কাবাডি এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হত এই কাবাডি খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর তেমন দেখা যায় না।
অন্যদিকে সোনার বাংলা কাবাডি এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মইনুদ্দিন মোল্লার তত্ত্বাবধনে রায়দিঘীর ২ নম্বর স্টেডিয়াম মাঠে আয়োজিত হল ১১ তম আন্তজেলা কাবাডি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রায় ২৪ টি জেলার কাবাডি দল অংশগ্রহণ করে বলে জানা যায়। সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যপূর্ণ কাবাডি খেলা দেখতে ভিড় জমিয়েছে দূর দুরন্ত থেকে সাধারণ মানুষ।