শিল্প বিনিয়োগকারীদের সম্মেলন, রাজ্যে শিল্পের সম্ভাবনা
Industry Investors Conference, Industry Prospects in the State

The Truth Of Bengal : ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এবং বিহার সরকারের উদ্যোগে কলকাতার শিল্পদ্যোগীদের নিয়ে “ইনভেস্টর্স মিট” অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিহার সরকারের শিল্প ও পর্যটন মন্ত্রী নীতীশ মিশ্র, শিল্প দপ্তরের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত মুখ্য সচিব সন্দীপ পৌন্ড্রিক, পর্যটন ও তথ্যপ্রযুক্তি সচিব অভয় কুমার সিং, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সভাপতি ও প্রখ্যাত শিল্পপতি নাফা ক্যাপিটাল এডভাইসরস প্রাইভেট লিমিটেডের এমডি অমেয়া প্রভু, সেক্রেটারি জেনারেল ডক্টর রাজীব সিং, রবি প্রসাদ। বিহারের দুই সফল শিল্পদ্যোগী যারা বর্তমানে দেশের মধ্যে শিল্প ক্ষেত্রে যথেষ্ট সুনাম করেছেন এমনই দুই সংস্থা আনমোল ফিডস্ এর কর্ণধার অমিত সারাওগি, প্রায়রিটি ব্যাগস এর কর্ণধার তুষার জৈন। উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন শিল্প সংস্থার প্রধান ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিহার সরকারের পক্ষ থেকে তাদের রাজ্যে শিল্প বিনিয়োগের বিভিন্ন অনুকূল পরিস্থিতি ব্যাখ্যা করা হয়। দেখানো হয় একটি ভিডিও। শিল্প বান্ধব পরিবেশের বিভিন্ন পরিসংখ্যান ও উদাহরণ তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিহারের শিল্প ও পর্যটন মন্ত্রী নীতিস মিশ্র তাদের রাজ্যে শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।