খেলা

কলকাতা ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান

Mohun Bagan is taking the field against Bhavanipur in their first match in Kolkata Football League

The Truth Of Bengal :  ২৫ শে জুন থেকে শুরু হয়ে গেছে এশিয়ার সবচেয়ে পুরনো লিগ কলকাতা ফুটবল লিগ (সিএফএল)। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে এই মরশুমে নিজেদের প্রথম ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে ইস্টবেঙ্গল, মহামেডান। মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। এই ম্যাচ দিয়েই নতুন মরশুম শুরু করতে চলেছে মোহনবাগান। গত মরশুমের মতোই এই মরশুমেও কলকাতা ফুটবল লিগে রিজার্ভ দল খেলাবে মোহনবাগান। গত মরশুমে কলকাতা ফুটবল লিগে সেরকম ভালও ফল করতে পারেনি।

কলকাতা ফুটবল লিগে গত মরশুমে গ্রুপ পর্ব টপকালেও সুপার সিক্সে পাঁচ নম্বর স্থানে শেষ করে মোহনবাগান। সুপার সিক্সে ৪টি ম্যাচ হেরে মরশুম শেষ করে সবুজ-মেরুন। এই মরশুমে ভালো ফল করতে, গতবারের রিজার্ভ দলের দায়িত্বে থাকা বাস্তব রায়কে সড়িয়ে নতুন কোচ ডেগি কার্ডোজোকে দায়িত্ব দিচ্ছে মোহনবাগান। কলকাতা ফুটবল লিগের পাশাপাশি ডেভেলপমেন্ট লিগেও রিজার্ভ দলের দায়িত্বে থাকবেন কোচ ডেগি কার্ডোজো। এই মরশুমে রিজার্ভ দল ভালো ফল করবে বলে আশা সবুজ-মেরুন কর্মকর্তা থেকে সমর্থকদের।

Related Articles