গুরুসম্মান! গোলাপ জলে আশা ভোঁসলের পা ধুইয়ে দিলেন সোনু নিগম, বাহবা নেটিজেনদের
Gurusman! Sonu Nigam washed Asha Bhosle's feet in rose water, wowing the netizens

The Truth Of Bengal : দীর্ঘ ৮ দশক তাঁর সংগীত জীবন। নব্বই ছুঁই ছুই গায়িকা আগের মতই প্রাণোচ্ছল। সম্প্রতি প্রকাশিত হল কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের বহু প্রতীক্ষিত বায়োপিক। তারকা খচিত অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে এল মলাটবন্দী আশা ভোঁসলের বায়োপিক ‘স্বরস্বামিনী আশা’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ ভারতীয় সঙ্গীত সম্রাজ্ঞী। এছাড়াও দেখা মিলল সোনু নিগম থেকে শুরু করে জ্যাকি শ্রফ, মোহন ভাগবতের মত বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এই অনুষ্ঠানের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বর্ষীয়ান গায়িকার আত্মজীবনী প্রকাশের আগে গোলাপ জল দিয়ে তাঁর পা ধুয়ে দিচ্ছেন সোনু নিগম। এরপর পা মুছিয়ে দিয়ে গায়িকার পায়ে চুমু খান সোনু। এই কান্ড দেখে লজ্জায় লাল আশা। দেখে মনে হচ্ছিল অস্বস্তি বোধ করছেন গায়িকা। গুরুর প্রতি শিষ্যের এহেন শ্রদ্ধা দেখে “আদর্শ শিষ্য” বলে আখ্যা নেটিজেনদের। তবে সোনুর হেটাররা অনেকেই এই কাণ্ডকে দেখে “নাটক” বলে কটাক্ষ করতে ছাড়েননি।
অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা জ্যাকি শ্রফ গায়িকা কে পা ছুয়ে প্রণাম করে উপহার হিসেবে একটি চারাগাছ উপহার দেয়। এরপর বই প্রকাশ অনুষ্ঠানে দেখা মেলে আরএসএস প্রধান মোহন ভাগবত, মুম্বইয়ের বিজেপি সভাপতি আশীস শেলার, আশা ভোঁসলের পন্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর, গায়িকার নাতনি জনাই ভোঁসলে প্রমুখ।