দেশ

ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয় লোকসভা ভোটের ফলে তা স্পষ্ট, মত অমর্ত্য সেনের

It is clear from Lok Sabha polls that India is not a Hindu state, says Amartya Sen

The Truth Of Bengal : “ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা ঠিক হবেনা”, কলকাতায় এসে এমনই প্রতিক্রিয়া দিলেন নোবেলজয়ীর অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নানা ইস্যু নিয়ে এদিন মোদী সরকারের সমালোচনায় সরব হলেন তিনি। “ভারতবর্ষ যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেটার প্রতিফলন লক্ষ্য করা যায় এই লোকসভা ভোটের ফলাফলে। লোকসভা ভোটার ফলাফলে এটা স্পষ্ট যে দেশবাসী চায়না ভারতকে হিন্দু রাষ্ট্র বলে তুলে ধরতে, মত অমর্ত্য সেনের। বিভিন্ন ইস্যুতে এদিন অমর্ত্য সেনের প্রশ্নে বিদ্ধ মোদি সরকার থেকে কংগ্রেসও। গান্ধীজি, নেতাজি, রবিঠাকুরের দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা ঠিক হবে না বলে মন্তব্য করেন নোবেলজয়ী অমর্ত্য সেন। তিনি আরও বলেন, ‘ধনীর ওপর বেশি নির্ভরশীল হয়ে গরিবকে অবহেলার এই যে মানসিকতা এটার পরিবর্তন দরকার’। কেন্দ্রে যে নতুন মন্ত্রিসভা হয়েছে, সেটাও ঠিক আগের মন্ত্রিসভার মতোই। সামান্য কিছু পরিবর্তন হলেও বাকি মন্ত্রীরা একই আছেন। বিনা বিচারে লোককে জেলে রাখা বন্ধ হওয়া দরকার, মন্তব্য করেন তিনি।
শুধু বর্তমান কেন্দ্রীয় সরকার নয়, তিনি তোপ দেগেছেন কংগ্রেস সরকারকেও, তিনি বলেন ‘ভেবেছিলাম, স্বাধীনতার পর দেশে বিনা বিচারে জেলে ভরা বন্ধ হবে, কিন্তু বিনা বিচারে জেলে ভরা বন্ধ হয়নি’, সেজন্য কংগ্রেসেরও দোষ আছে কারণ কংগ্রেস তা বদলায়নি, তবে বর্তমান সরকারের মধ্যে সেই প্রবণতা আরও বেশি’। আশা করা যায় এই নির্বাচনের ফলে দেশে কিছু পরিবর্তন হবে, বলেন অমর্ত্য সেন। বেকারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যে অবহেলার যোগ আছে, স্বাধীনতা পরবর্তী সরকারের আমল থেকেই চলে আসছে এই অবহেলা, এখন অবশ্য তা বেড়েছে। কংগ্রেস ও বামপন্থীদের নিয়ে আমরা আপত্তির কথা তুলতে পারি কিন্তু তার থেকেও বেশি কষ্ট পেয়েছি বর্তমান কেন্দ্রীয় সরকারের সময়ে। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার বলে নিজের প্রতিক্রিয়ায় জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

Related Articles