রাজ্যের খবর

সাতসকালে হাড়হিম কান্ড! কংক্রিটের ঢালাই ভাঙতেই বেরিয়ে এল বিষধর গোখরো

Satsakale Harhim incident! The poisonous gokhro came out when the concrete casting was broken

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- রান্না ঘর থেকে বিষাক্ত গোখরো সাপ সহ ২৬টি ডিম উদ্ধার।
রান্না ঘরের ভেতর থেকে একটি বিষাক্ত গোখরো সাপ সহ ২৬ টি ডিম উদ্ধার। রবিবার সকালে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা গ্রামের নরেশ রায়ের বাড়ি থেকে এই সাপ ও ডিমগুলি উদ্ধার হয়।

জানা গিয়েছে, এদিন সকালে রান্নাঘর পরিষ্কার করার সময় সাপের আওয়াজ শুনতে পান নরেশ রায়। এরপর সিমেন্টের কংক্রিটের ঢালাই ভেঙ্গে দেখতে পান তার নিচে একটি সাপ বাসা বেঁধে রয়েছে।সঙ্গে রয়েছে অনেকগুলি ডিম।

এরপরই খবর দেওয়া হয় শিলিগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনকে।দুজন সদস্য পৌঁছে রান্নাঘর থেকে সাপ ও ডিমগুলো উদ্ধার করে।উদ্ধার করা গোখরো সাপটিকে বৈকন্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়ার পাশাপাশি ডিমগুলি যাতে নষ্ট না হয় তার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। এর আগেও বাড়িতে সাপ দেখতে পেলেও সেভাবে সন্দেহ হয়নি। কিন্তু আজ আওয়াজ শুনে সন্দেহ হয় কিছু রয়েছে। তারপর তল্লাশি করতেই এই সাপ ও ডিম বেরিয়ে আসে। এত গুলো ডিম দেখতে পেয়ে খুব আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সকলে। এত গুলো ডিম থেকে বাচ্চা ফুটালে এলাকায় প্রচুর সাপ হয়ে যেত। অন্য দিকে এই বিশয়ে পরিবেশ প্রেমি জানায় খুব বিসাক্ত সাপ তার সাথে এত সংখ্যক ডিম উদ্ধার হয় আতংকর পরিবেশ এলাকায়। এই দিনগুলো বৈকুন্দপুর জঙ্গলে সাপ সহ রেখে দেওয়া হবে।

Related Articles