
The Truth of Bengal: জানুয়ারিতে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর স্মরণে নয়া সেতু।যার নাম দেওয়া হয় সেওয়ারি-নব সেবা অটল সেতু। মহারাষ্ট্র ট্রান্স হারবার লিঙ্কের সেই সেতুটি দেশের দীর্ঘতম সমুদ্র সেতু।কিন্তু ৫মাসের মধ্যেই সেই সেতুতে ফাটল ধরেছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা নানা পাটোলে।একইসঙ্গে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করে শোরগোল ফেলে দিয়েছেন।তাতে বিজেপি সরকারের অস্বস্তি চরমে পৌঁছেছে।
উল্লেখ্য, সমুদ্রের উপর তৈরি প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ মাস না পেরোতেই এই সেতুতে দেখা মিলল লম্বা ফাটলের। অটল সেতুর এই ফাটল নিয়েই মোদী সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। মহারাষ্ট্র কংগ্রেসের সুপ্রিমো নানা পাটোলে অভিযোগ করেন,দেশের নেতা অটল বিহারী বাজপেয়ীর নামে সেতু বানানো হয়।তাঁকে সম্মান জানানোর পরিবর্তে এভাবে তাঁর সম্মানহানি করেছেন মোদী-শাহরা।’মহারাষ্ট্রের জোট সরকার এই সেতুর সংস্কার নিয়ে কী করবে তা এখনও স্পষ্ট করেনি।
তবে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া অটল সেতুর এই ফাটল বিজেপিকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে।আগামীদিনে এই ইস্যুতে কংগ্রেস বিজেপিকে যে বিঁধতে চায় তার আভাসও তারা দিয়ে রেখেছে।ফলে সবমিলিয়ে বলা যায়,বাজপেয়ীর নামে তৈরি করা সেতুতে ফাটল ধরায় বেনিয়মের কথা বলে গলা ফাটানো বিজেপি অনেকটাই ব্যাকফুটে চলে গেল। কেন মানুষের অর্থে নির্মিত সেতু বিজেপি ঘনিষ্ঠ নির্মাণ সংস্থা এভাবে ছিনিমিনি খেলার সুযোগ পেল তা নিয়ে কংগ্রেস নেতা কটাক্ষ করেছেন।