ছক ভাঙা সৃষ্টিতে বাজিমাত, নারী শক্তিকে সন্মান শিল্পীর
The artist honors the power of women

The Truth of Bengal: বাংলার মুখ উজ্বল করল সুন্দরবনের শিল্পী। ব্লেডের টুকরো দিয়ে নারী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সায়ন মিদ্দা। ছক ভাঙা সৃষ্টির জন্য ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন এই শিল্পী ।দেশ-বিদেশে চিত্রকলায় নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে সায়ন। আগামীদিনে ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখছে এই কৃষকের সন্তান।
স্বপ্ন না দেখলে মানুষ কখনও বড় কিছু করতে পারে না।একথা প্রথমেই বুঝে যায় নামখানার নারায়ণপুরের সায়ন মি্দ্দা।তাই অনটনের সংসারের মাঝে স্বপ্ন বুনে চলে এই পড়ুয়া।তাঁর ভাবনায় উঠে আসে এমন কিছু করতে হবে যাতে সবাই তার তারিফ করে দরাজ গলায়।কথামতো কাজ করে দেখানোর জন্য লড়াই শুরু করে এই ছাত্র।ব্লেডের টুকরো দিয়ে তৈরি করে ফেলেছে নারী মূর্তি। রং তুলির ক্যানভাস ছেড়ে বিকল্প পথে সৃজনশীলতার নয়া পথ তৈরি করেছে।সৌন্দর্যের পূজারি এই শিল্পী,এর মধ্যে বাংলার মুখ উজ্বল করেছে। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে সেরার ছাপ রেখেছে সে। সুন্দরবনের নামখানার নারায়ণপুরের শিল্পীর ছক ভাঙা কাজ সব মহলের সুনাম আদায় করে নিচ্ছে।
ছোট থেকেই স্বপ্ন ছিল রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলবে অভিনব কিছু। সেই মতো প্রায় কয়েকশো ব্লেড ব্যবহার করে ক্যানভাসে এক নারীর ছবি ফুটিয়ে তুলেছে সায়ন মিদ্দা। ১মাসের কাছে সময় নিয়েছে সে।তারপর এসেছে সাফল্য,মিলেছে স্বীকৃতি। বাবা কৃষক,সংসারে অভাব রয়েছে। অনটনের জ্বালা,লড়াই,সবকিছু ছাড়িয়ে স্বপ্নের ডানা মেলার চেষ্টায় রয়েছে এই শিল্পী। ক্যানভাস ছেড়ে বিকল্প প্ল্যাটফর্মকেই সৃজনের মাধ্যম করা সবার কাছে আলাদা শিক্ষনীয় বিষয় হয়ে উঠেছে।সায়নের মা চান,তাঁর ছেলের মতোই অন্যরাও যেন নারীশক্তিকে সম্মান করতে শেখে নারীদের সম্মান করলে সমাজ এগিয়ে যাবে।তাই সৃষ্টির মূলকথা যে নারী তাঁদের কুর্নিশ করে আসলে সায়ন সমাজকে একটি সহজপাঠ শেখাতে চেয়েছেন বলা যায়। সায়নের ইচ্ছা আগামী দিনে সে ফ্যাশন ডিজাইনার হবে।