রাজ্যের খবর

নদীর চরের ম্যানগ্রোভ কেটে জায়গা দখলের অভিযোগে বিক্ষোভ এলাকাবাসীর

Residents are protesting against the accusation of encroachment of mangroves on the banks of the river

The Truth Of Bengal, জাহেদ মিস্ত্রী,দক্ষিণ চব্বিশ পরগনা: নদীর চরের ম্যানগ্রোভ কেটে ফিসারী তৈরি করার অভিযোগ।ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের পূর্ণ চন্দ্রপুর শ্রী নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের তারানগর এলাকায়। বিক্ষোভ কারী সূত্রে জানা যায়, কালনাগেনি নদীর একটি নাসি খাল তারানগর এলাকা দিয়ে বয়ে গেছে,দু’ধারে নদীর চরে প্রাকৃতিক আপন নিয়মে জন্মানো এবং সরকারি প্রকল্পে ম্যানগ্রোভ লাগানোর ফলে ঘন জঙ্গলে সবুজায়নে ভরে উঠেছে নদীর চর।

যেখানে এখনো পর্যন্ত জোয়ার ভাটা খেলে। হঠাৎ লোকসভা ভোটের ফল প্রকাশের পর রাতের অন্ধকারে বড় বড় ম্যানগ্রোভ কেটে ফেলে ফিশারি করার জন্য মাটির বাঁধ তৈরি করা শুরু হয়। এলাকার মানুষজন বাধা দিলে তাদের উপরে নানা রকম হুমকির অভিযোগ ওঠে বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে।এই বিষয়ে এলাকার মানুষজন ঢোলাহাট থানায় খবর দিলে প্রশাসন এসে মাটিকাটা বন্ধ করে বলে জানা যায়।এলাকাবাসী এস ডি ও,ভিডিও, বনদপ্তর এবং বি এল আর ও কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

তাছাড়াও অভিযুক্তদের পক্ষ থেকে নানা রকম হুমকি আসার কারণে তারানগর কালনাগিনী নদীর চরে দাঁড়িয়ে শতাধিক গ্রামবাসী বিক্ষোভ দেখান।এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তি জানান এই জায়গা তাদের রেকর্ড ভক্ত কেনা জায়গা।অন্যদিকে পঞ্চায়েত সদস্য বলেন তিনি ঘটনাটি শুনেছেন তবে প্রকৃত কার জায়গা তার জানা নেই।গ্রাম পঞ্চায়েতের প্রধান এই অভিযোগের কথা স্বীকার করে নেন তবে তিনি উভয় পক্ষের মধ্যে বসে বসে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।বিরোধীদের পক্ষ থেকে এই ঘটনা তীব্র নিন্দা করা হয়েছে।প্রশ্ন উঠছে ম্যানগ্রোভ ভর্তি নদীর চর কিভাবে মালিকের কাছ থেকে কিনে রেকর্ড করা যায়।