রাজ্যের খবর

এবার আর হল না পগার পার, পর্দা ফাঁস গরু পাচারের, গরু সহ আটক পিকআপ ভ্যান

Now it's no longer possible to pay, cow smuggling is exposed, pickup vans with cows are seized

The Truth Of Bengal : আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক শত গরু চুরির ঘটনা সামনে আসে! গরুচোরদের কেউ ধরতে পারছিল না। তবে বুধবার রাত্রে সালানপুর থানার অন্তর্গত বৃন্দাবনী এলাকায় গরু চুরি করতে একটি চারচাকা পিকাপ ভ্যান নিয়ে আসে চোরেরা এবং গরু চুরি করার সময় এলাকার মানুষের নজরে পড়ে তারা আশেপাশের গ্রামে খবর দেয়।

যদিও গাড়িতে করে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গাড়িটি এলাকার মানুষ ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারেনা। গাড়িটি এলাকার মানুষ আটকানোর জন্য ইট পাথর ছুড়ে গাড়ি ভাঙচুর চালায়। খবর দেয় সালানপুরথানার পুলিশকে যদিও গাড়িটি আটকাতে পারেনি তবে অবশেষে গাড়িটি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আটক করে। তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বে গাড়ির মালিক সহ গরুচোরদের গ্রেফতার করতে হবে। অভিযোগ প্রায়শো এলাকা থেকে বহু গরুচুরির ঘটনা ঘটেছে। যদিও গতকাল চুরি যাওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ আটক করেছে চারচাকা পিকাপ ভ্যান গাড়িটি। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।

Related Articles