চিকিৎসার অভাবে শিকলবন্দি যুবক, অমানবিকতার নজির রায়দিঘিতে
Youth chained for lack of treatment, example of inhumanity in Rayadighi

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : চিকিৎসার অভাবে শীকল বন্দি যুবক। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত রায়দিঘিতে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার শ্রীফলতলা এলাকার যুবক ইব্রাহিম মোল্লা। তার বয়স আনুমানিক ৩৬ বছর। দীর্ঘদিন ধরে রায়দিঘী এলাকার ব্যবসায়ী ছিলেন ইব্রাহিম। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ইব্রাহিমের মাথায় সমস্যা হয়ে যায়। পরিবার থেকে বারেবারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেন্টাল হসপিটালে। কিন্তু তাও মেলেনি কোন সুরাহা। দরিদ্র পরিবারের হওয়ার কারণে ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না ইব্রাহিম। বর্তমানে চিকিৎসার অভাবে ইব্রাহিম শীকল বন্দী অবস্থায় ঘুরে বেড়াচ্ছে প্রায় ১৫ বছর ধরে। তার এই অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা সরকারি সাহায্যের আশ্বাস জানান।