নালায় পড়ে মৃত্যু চা শ্রমিকের, শোকে মর্মাহত শ্রমিক পরিবার
Death of a tea worker fell into the drain, the worker's family is saddened

The Truth Of Bengal : জলপাইগুড়ি : চা বাগানে কাজে যাওয়ার সময় চা বাগানের মাঝে নালায় পড়ে মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুশান্তি ইন্দুয়ার (৪০)। তিনি ডুয়ার্সের মেটেলি ব্লকের ডাঙ্গী ডিভিশন চা বাগানের কুঠি লাইনের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়।
জানা যায়, এদিন ওই মহিলা প্রতিদিনের মতো চা বাগানে চা পাতা তোলার কাজে যাচ্ছিলেন। ওই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল। সেসময় কোনোভাবে পা পিছলে ওই মহিলা চা বাগানের নালায় পড়ে যায়। বৃষ্টির ফলে নালায় প্রবল জলের স্রোত ছিল। মহিলাটি নালায় কিছুটা দূরে ভেসে গিয়ে ঝোপের মধ্যে আটকে পড়ে। খবর পেয়ে বাগানের অন্য শ্রমিকরা মহিলাকে উদ্ধার করে চা বাগানের অ্যাম্বুলেন্সে করে চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন আইভিল চা বাগানের জোনাল ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইক সহ অন্যান্যরা। আসে মেটেলি থানার পুলিশ। রাজেন বড়াইক বলেন, বাগান কর্তৃপক্ষের তরফে মৃত পরিবারকে যাবতীয় সহযোগিতা করা হবে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় বলে জানা যায়।