যোগ দিবসে সেজে উঠেছে ডাল লেক, অপেক্ষা প্রধানমন্ত্রীর
Dal Lake is decorated on Yoga Day, waiting for the Prime Minister

The Truth Of Bengal: জম্বু কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রতাহারের পর এই দ্বিতীয়বার প্রধানমন্ত্রী কাশ্মীর সফর হতে চলেছে। যদিও বা লোকসভা ভোটে বাকি দেশের ২০০ টির বেশি জনসভা ও লোকসভা করল নরেন্দ্র মোদি কে কাশ্মীরে যেতে দেখা যায়নি। মার্চ মাসের শেষের দিকে শ্রীনগরে গিয়ে ৬৪০০ কোটি টাকার বিভিন্ন সরকারি পরিকল্পনা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের পর প্রথমবারের জন্য কাশ্মীরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন নরেন্দ্র মোদি। ২১ জুলাই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ডান লেকের ধারে ।
প্রধানমন্ত্রী উন্নয়নের যে স্বপ্নই দেখান, অথবা যোগ দিবসকে কেন্দ্র করে উপত্যকায় বিজেপির পক্ষে ইতিবাচক বাতাস বইয়ে দেওয়ার যে চেষ্টা করুন না কেন, রাজনৈতিক শিবির বলছে, স্থিতাবস্থা-বিরোধিতার হাওয়া চলছে কাশ্মীরে। চব্বিশের লোকসভার ফলাফলে যার ইঙ্গিত দিয়েছেন কাশ্মীরের মানুষ।একুশে জুলাই আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠান কে কেন্দ্র করে ডাল লেকের ধারে ‘ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’ কে ঘিরে নিরাপত্তা বলার তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২০ জুন সন্ধ্যায় নরেন্দ্র মোদি পৌঁছবেন শ্রীনগরে।
নরেন্দ্র মোদির পৌঁছানোর বিষয় দলের এক কর্তা মোহাম্মদ আরফি জানান, ‘‘কাশ্মীরের কাছে বিরাট সুযোগ মোদীজিকে অভ্যর্থনা জানানোর। তৃতীয় দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই তিনি আমাদের এখানে আসছেন।’’ প্রসঙ্গত ২০১৮ সালের পর থেকে পঞ্চায়েত ভোট হয়নি সেখানে । ২০১৪ এর পর থেকে বিধানসভা ভোটের নাম গন্ধ নেই । ৩৭০ ধারা জারির পর থেকে শান্তির বার্তা দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। যদিও কাশ্মীরের মানুষের মধ্যে গভীর বিচ্ছিন্নতার বোদ তৈরি হয়েছে তা স্পষ্ট করেছে সেখানকার মানুষরা । তার ওপর এখন বিধানসভা ভোটের নিরাপত্তা চিন্তা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কাশ্মীরের মানুষের মন জয় চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।