দেশ

একের পর এক ভয়াবহ রেল দুর্ঘটনার পর নড়ে চড়ে বসলো রেল বোর্ড

After one terrible train accident after another, the railway board was shaken

The Truth Of Bengal: বাংলায় দুর্ঘটনার পরই হুশ ফিরলো রেলের, লোকো পাইলট পদের চাকরির বিজ্ঞপ্তি
একের পর এক ভয়াবহ রেল দুর্ঘটনার পর নড়ে চড়ে বসলো রেল বোর্ড। ভারতীয় রেলের কর্মীদের উপর বোঝা কমানোর জন্য সহকারীর লোকো পাইলট পদে ১৩০০০ টি শুন্য পদ তৈরি হয়েছে।

গত মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর সঙ্গে মাল গাড়ির ধাক্কায় ১৫ জনের প্রাণ যায়। তার একদিন পরেই পদক্ষেপ রেলের। সমস্ত জোনাল রেলওয়ে জেনারেল ম্যানেজারদের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। সহকারি লোকো পাইলট পদে ১৮ হাজার ৭৯৯ টি শূন্যপদ রেলওয়ে বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে।

জানুয়ারি ২০২৪ এ বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এর জন্য ৫৬৯৬ টি শুন্য পদে বিজ্ঞপ্তি জারি হয়। এই বিজ্ঞপ্তিতে যা ৩.৩ গুনেরও বেশি। দীর্ঘক্ষণ কাজ করার কারণে চালকদের ক্লান্তির ফলে এই ধরনের বড়সড় দুর্ঘটনা ঘটে বলে মনে করা হয়।

Related Articles