দেশ

নাগপুর বিস্ফোরণের ভয়াবহতা, মৃতের সংখ্যা বেড়ে হল ৯

Nagpur explosives factory blast

The Truth of Bengal: মহারাষ্ট্রের নাগপুরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯। শেষ আহত ব্যক্তির মৃত্যু হল শনিবার। এই বিস্ফোরণকাণ্ডে যতজন আহত হয়েছিলেন প্রত্যেকেরই মৃত্যু হল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নাগপুর সিটি পুলিশ। গত বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ নাগপুর থেকে ২৫ কিলোমিটার দূরে হিংনা থানা সীমানার অন্তর্গত ধামনা গ্রামে একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ ঘটে।

চামুন্ডি এক্সপ্লোসিভস প্রাইভেট লিমিটেড এ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন মোট ৯ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এক এক করে সকলের প্রাণ গেল। এই ঘটনায় শেষ জীবিত ব্যক্তি ছিলেন প্রমোদ চাভারে। শনিবার বেসরকারি ডান্ডে হাসপাতালে মৃত্যু হয় তার। গত ২ দিনে মোট তিনজনের মৃত্যু হল। নিহতদের মধ্যে রয়েছেন মোট ৬ জন মহিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বিস্ফোরণের ঘটনা যে সময় ঘটেছিল তখন কর্মীরা প্যাকেজিং ইউনিটে কাজ করছিলেন। ইতিমধ্যেই এই বিস্ফোরণ কাণ্ডে ওই কারখানার পরিচালক জয় শিব শঙ্কর খেমকা ও ম্যানেজার সাগর দেশমুখকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । কারখানা পরিচালনায় তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।