আন্তর্জাতিক
Trending

নিউ জার্সিতে টর্নেডোর আতঙ্ক, এক মিনিটে ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড গোটা দেশে

Tornado threat in New Jersey, in a minute the storm is raging across the country

The Truth Of Bengal: ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হল নিউ জার্সি। শুক্রবার গোটা দেশে টর্নেডোর তান্ডব দেখা যায়। নিউ জার্সির মার্সার কাউন্টিতে রীতিমত নেমে আসে বজ্রঝড়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস এর তরফ থেকে জানানো হয়েছে, এই টর্নেডো ৮০ মাইল প্রতি ঘন্টায় বয়ে গিয়েছে (১২৯ কিলোমিটার প্রতি ঘন্টা)।

জানা যাচ্ছে মূলত লরেন্স টাউনশিপে সবথেকে বেশি এই টর্নেডোর প্রভাব পড়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্তও হয়েছে লরেন্স। এই ঝড়ের তান্ডব এতটাই ছিল যে গাছ উপড়ে ফেলে দেয় মাটি থেকে। আর এর ফলে সেই গাছ গিয়ে পড়ে একটি গ্যাস স্টেশনে।

এছাড়াও একটি পোস্ট অফিসের পার্কিং লটে বেশ কিছু গাড়ি ছিল যে গুলির উপর গাছগুলি ভেঙে পড়ে। যদিও কোন হতাহতের খবর নেই। বিকেল ৫ টা ৫৯ মিনিট থেকে ৬টা এরমধ্যে প্রায় ২১০ মিটার ধরে এই টর্নেডো ছিল। যার প্রস্থ ছিল ৫৫ মিটার। প্রশাসনের তরফে মনে করা হচ্ছে যে এই টর্নেডো পেনসিলভানিয়ার বাক্স কাউন্টিতে বাইরের বাতাস প্রবেশ হয়। যা পূর্বমুখী সমুদ্রের বাতাসের সাথে মিলিত হয়ে সংঘর্ষের সৃষ্টি করে। আর সেই কারণেই এই টর্নেডোর উৎপত্তি।

Related Articles