
The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : পাগল ষাঁড়ের গুঁতোয় অতিষ্ঠ গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার অন্তর্গত বলাগড় ব্লকের চর কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ব্যানালিচর ও পদ্মডাঙ্গা এলাকায়। ওখানকার গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত আট মাস যাবত এই এলাকায় তিনটি ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যদি শুধু ঘুরে বেড়াত তাহলে হয়তো কোন সমস্যা হত না। কিন্তু ওই ষাঁড়েরা যখন তখন পথ চলতি মানুষকে গুঁতিয়ে আহত করে দিচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র যে মানুষকে গুতিয়ে আহত করে দিচ্ছে তা নয়। এর সাথে ওই এলাকায় কৃষকদের ফসলেরও ক্ষতি করে দিচ্ছে ঐ ষাঁড় গুলি। পথ চলতি মানুষের পাশাপাশি এই ষাঁড় গুলির বিভিন্ন ব্যক্তিদের বাড়িতেও ঢুকেও তাদের আহত করে দিচ্ছে। ইতিমধ্যেই ষাঁড়ের গুতোয় আহত হয়ে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। দিনের পাশাপাশি এখন রাতেও গ্রামবাসীদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে এই ষাঁড় গুলির জন্য। বর্তমানে এই এলাকার মানুষজন খুবই আতঙ্কিত হয়েছে বলে তাদের দাবি।