বিনোদন

বলিউডের কিং খানের লুকে ধরা দিলেন বাংলার সুপাস্টার দেব, রাতারাতি ভাইরাল সেই লুক  

dev with ponytail look goes viral

The Truth of Bengal: সিনেমার পর্দা থেকে ভোটের ময়দান দুই জগতের কাছেই সুপাস্টার এখন দেব, বেশ কিছুদিন আগেই লোকসভা ভোট মিটেছে, জয়ী প্রার্থীও হয়েছেন ঘাটাল থেকে। ‘গো গ্রিন’ ঘাটাল উদ্য়োগে প্রায় রোজই বৃক্ষরোপন করছেন অভিনেতা। আর এত সবের মাঝে দেবের নতুন পনিটেল লুক এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। বৃহস্পতিবার রাতে নিজের সোশাল মিডিয়ার প্রোফাইলে দুটো ছবি পোস্ট করেন, তারপরই ভাইরাল হয় সেই ছবি।

ছবির মধ্যে দেখা যাচ্ছে মাথার পিছনে দুটো ঝুঁটি বেঁধেছেন তিনি। যাকে আমরা বলি পনিটেল। সেই লুক হু হু করে ভাইরাল। নেটপাড়ার বলতে শোনা যাচ্ছে, দেব হলেন টলিউডের জওয়ান, টলিউডের শাহরুখ খান!  ‘শাহরুখ খানের মতো করে চুল বেঁধেছ দাদা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও’। অপরজন লেখেন, ‘দাদা এই লুকটাই রাখো। খুব ভালো লাগছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘আরে বাহ! নতুন কিছু আসবে মনে হচ্ছে তো।’

নেট পাড়ায় এই ধরণের মন্তব্য কিছু ভুল না। সত্যিই তো, মাথার পিছনে দুটো ঝুঁটি বেঁধে একেবারে বলিউডের কিং খানের মত লাগছেন দেব। এই ধরণের লুক পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের  ‘রঘু ডাকাত’ ছবির জন্যই নাকি ধরা দিয়েছেন দেব। বেশ কিছু কারণে ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শুরু হয়নি, তবে সব ঠিক থাকলে, নভেম্বর থেকেই জোর কদমে কাজ শুরু করবেন  পরিচালক ধ্রুব ও দেব।

Related Articles