ভক্তের ‘কাণ্ডে’ বেজায় চটে তাপসী! কি এমন ঘটেছিল?
Taapsee is very active in the fan's 'squad'! What happened?

The Truth Of Bengal : বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে এর আগে বহুবার মিডিয়ার ওপরে ক্ষুব্ধ হতে দেখা গিয়েছে। কিন্তু হঠাৎ এক ভক্তের ওপর রেগে আগুন অভিনেত্রী। কিন্তু কেন? কি এমন ঘটেছিল যার জন্য ধৈর্যের বাঁধ ভেঙেছে অভিনেত্রীর? ঘটনাটি ক্যামেরাবন্দী করলেন ঘটনাস্থলে উপস্থিত থাকা পাপারাতজিরা।
বর্তমানে বি-টাউনের অতি পরিচিত মুখ হল তাপসী পান্নু। সম্প্রতি তিনি বহু জনপ্রিয়তা অর্জন করেছেন বিনোদন জগতে। বলিউডে খ্যাতি যখন আছে কুখ্যাতিও তো থাকবে এটাই স্বাভাবিক। তেমনই একটি ঘটনা ঘটল অভিনেত্রীর সাথে। ঠিক কি ঘটেছিল?
জানা যায়, মুম্বইয়ের প্রেক্ষাগৃহ থেকে একটি ছবির স্ক্রিনিং দেখে বেরোচ্ছিলেন অভিনেত্রী। তখনই অভিনেত্রীর ছবি তোলার জন্য তাকে ঘিরে ধরেন ভক্তরা এবং ছবি শিকারীরা। কিন্তু সেই সময় ছবি তোলার মেজাজে ছিলেন না এই সুন্দরী। তাই প্রেক্ষাপৃহ থেকে বেরোনোর পর থেকেই ভক্তদের সরে যেতে অনুরোধ করেছিলেন অভিনেত্রী। তাপসীর কথা শুনে ভক্তরা সরে গেলেও একজন ভক্ত গাড়ি পর্যন্ত অভিনেত্রীর পিছু নেন। অভিনেত্রী গাড়িতে ওঠার আগে পর্যন্ত তার সাথে ছবি তোলার অনুরোধ করতে থাকেন ওই ভক্ত। আর এতেই বেজায় চটে যান তাপসী। এরপর আর কোন দিকে না তাকিয়ে অভিনেত্রী গাড়িতে উঠে সজোরে গাড়ির গেট বন্ধ করে দেন। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটাই প্রথম নয় এর আগেও ভক্তরা ছবি তোলার অনুরোধ করলে রেগে গিয়েছিলেন তাপসী। তাই বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। ভিডিও দেখে রীতিমতো কটাক্ষ করছেন নেটিজেনরা